দুর্নীতির জন্য তার বিরুদ্ধে তদন্ত চলার কথা এর আগে জানা গিয়েছিল।
Published : 19 Jan 2024, 03:58 PM
চীনের সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু ‘সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত’ দুর্নীতির তদন্তের অধীনে আছেন বলে তথ্য পেয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুগত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যারা রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ রয়েছেন তাদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে লি-র নাম।
দুর্নীতির জন্য তার বিরুদ্ধে তদন্ত চলার কথা এর আগে জানা গিয়েছিল। এবার জানা গেল, তার বিরুদ্ধে ‘সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত’ দুর্নীতির তদন্ত চলছে। এই তদন্তে বিষয়ে তথ্য জানেন, এমন ১০ জন ব্যক্তি রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।
চীনের শৃঙ্খলা যাচাই বিষয়ে কেন্দ্রীয় কমিশনের তদন্তের মুখে থাকা অনেক কর্মকর্তারই খোঁজ মেলে না শুরুতে। এই কমিশন চীনের কমিউনিস্ট পার্টির একটি ‘নজরদারি অঙ্গ’। কোনো কর্মকর্তা দলীয় প্রবিধান বা রাষ্ট্রীয় আইন ভঙ্গ করছেন বলে সন্দেহ হলে সেটি তদন্ত করে।
সেই কর্মকর্তা সামরিক বাহিনীর চীনের গণমুক্তি ফৌজের নিজস্ব শৃঙ্খলা যাচাই কমিশন তদন্তের দায়িত্ব পালন করে।
নজরদারি প্রতিষ্ঠানটি দুর্নীতি থেকে শুরু করে রাজনৈতিক অবিশ্বস্ততা, বিবাহবহির্ভূত সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করে থাকে।
৬৫ বছর বয়সী লিকে সবশেষ বেইজিংয়ে দেখা গিয়েছিল গত ২৯ অগাস্ট। ওই দিন তিনি আফ্রিকার দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা ফোরামে সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। একই মাসের শুরুর দিকে তিনি রাশিয়া ও বেলারুশ সফরেও যান। সফর থেকে ফেরার কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
গত ৭ সেপ্টেম্বর একটি বার্ষিক প্রতিরক্ষা বৈঠকে যোগ দিতে ভিয়েতনাম যাওয়ার কথা ছিল লিয়ের। কিন্তু ৩ সেপ্টেম্বর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এই সফর বাতিল করে।
লির আগে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিং গ্যাং, সাবেক শিল্পমন্ত্রী শাও ইয়াচুন, ক্ষেপণাস্ত্র বহরের সাবেক প্রধান লি ইউছাও এবং এই বাহিনীর সাবেক রাজনৈতিক জু ঝংবো প্রায় একইরকম পরিণতির স্বীকার হন। পদে থাকাকালেই এক পর্যায়ে রহসজনকভাবে ‘নিখোঁজ’ হয়ে যান তারা। তাদের কাউকে কাউকে কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)