উত্তর জার্মানিতে হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী একটি ট্রেনে ছুরি হামলায় দুই জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ড্যানিশ সীমান্তে শ্ল্যাসউইজ-হলস্টাইন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, সন্দেহভাজন হামলাকারীকে ব্রকসটেড গ্রামের একটি ট্রেন স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে জার্মানির বিল্ড পত্রিকা বলেছিল, হামলায় ৫ জন আহত হয়েছে। তবে আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ব্রকসটেড ট্রেন স্টেশনে তদন্ত করছে বলে টুইটারে জানিয়েছে জার্মান রেলওয়ে। দুই শহরের মধ্যে কিছু ট্রেন সেবা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে তারা।
রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক এক বিবৃতিতে বলেছেন, ফেডারেল ও রাজ্য পুলিশ একযোগে হামলার উদ্দেশ্য কী তা জানার চেষ্টা করছে।
জার্মানিতে এর আগেও বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থি ও মানসিক সমস্যাগ্রস্তরা হামলা চালিয়েছে বলে জানা গেছে।