ইমরান খান এমপি নির্বাচনের সময় মনোনয়নপত্রে তার মেয়ের বিষয়ে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করা হয়েছে আবেদনে।
Published : 14 Dec 2022, 08:27 PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এমপি হিসেবে অযোগ্য ঘোষণার আবেদনের শুনানির তারিখ ২০ ডিসেম্বর নির্ধারণ করেছে ইসলামাবাদ হাইকোর্ট।
ইমরান খান এমপি নির্বাচনের সময় মনোনয়নপত্রে তার মেয়ের বিষয়ে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করা হয়েছে আবেদনে।
পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান জাতীয় পরিষদের-৯৫ নম্বর মিয়াওয়ালি-আই আসন থেকে নির্বাচিত এমপি। ইমরান খানের এই এমপিত্ব বাতিল চেয়ে আদালতে আবেদন করেছেন সাজিদ মেহমুদ নামের এক ব্যক্তি।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ৯ ডিসেম্বর ইমরান খান ও নির্বাচন কমিশনকে এই আবেদনের বিষয়ে নোটিশ জারি করেন এবং এটি চালিয়ে যাওয়ার ব্যাপারে আদালতকে সিদ্ধান্ত নিতে তাদের কাউন্সেলদেরকে সহায়তা করার অনুরোধ জানান।
আবেদনে মেহমুদ যুক্তি দেখিয়ে বলেছেন, জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদে নির্বাচন করতে হলে প্রতিটি প্রার্থীকে তার সব সম্পদ, তার ওপর নির্ভরশীল সবার সম্পর্কে তথ্য দিতে হয়। কিন্তু ইমরান খান ভুলবশত তার দুটি সন্তানের নাম উল্লেখ করেছেন।
তারা হলেন- কাসিম খান এবং সুলাইমান খান। কিন্তু তৃতীয় সন্তানের তথ্য উল্লেখ করেননি। ইমরান ইচ্ছাকৃতভাবে তার মেয়ে তাইরিয়ান হোয়াইট সম্পর্কে কিছু বলেননি বলে অভিযোগ করেছেন মেহমুদ।
ফলে তার মতে ইমরান সংবিধানের ৬২ ধারা অনুযায়ী যথার্থতা, সততা এবং উত্তম চরিত্রের প্রমাণ দেননি।