মাশা আমিনির মৃত্যুর বার্ষিকীতে আটক তার বাবা

আটকের কিছুক্ষণ পরে তাকে অবশ্য ছেড়ে দেওয়া হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2024, 06:31 PM
Updated : 7 Feb 2024, 06:31 PM

ঠিক এক বছর আগে ইরানের নীতি পুলিশের হাতে নি*হ*ত কুর্দি তরুণী মাশা আমিনির বাবা আমজাদ আমিনিকে শনিবার দেশটির পুলিশ ধরে নিয়ে মেয়ের মৃত্যুবার্ষিকী পালন না করতে হুমকি দিয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার গ্রুপ। আটকের কিছুক্ষণ পরে তাকে অবশ্য ছেড়ে দেওয়া হয়।

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ভাইয়ের সঙ্গে তেহরান গিয়ে হিজাব ঠিকমত না পরার কারণে নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মাশা তিন দিন পর মারা যান। গ্রেপ্তারের সময় হওয়া নির্যাতনের কারণে তিনি কোমায় চলে গিয়েছিলেন এবং পরে মারা যান বলে দাবি করে তার পরিবার।

মাশার মৃত্যু ঘিরে ইরান জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। যা টানা কয়েক মাস ধরে চলে। বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানে প্রাণ যায় একহাজারের বেশি বিক্ষোভকারীর। গ্রেপ্তার হন কয়েক হাজার। বিচারে কয়েকজনের ফাঁসিও হয়েছে। সংবাদ সূত্র: আরবনিউজ

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)