বিমান দুর্ঘটনার ১৬ দিন পর আমাজনের গহীন জঙ্গল থেকে ৪ শিশু উদ্ধার

কলম্বিয়ার সামরিক বাহিনীর সদস্যরা কাকেতা প্রদেশের গভীর জঙ্গল থেকে ১১ মাস বয়সী এক শিশুসহ সবাইকে উদ্ধার করেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 07:33 AM
Updated : 18 May 2023, 07:33 AM

এক বিমান দুর্ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পর কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে চার শিশুকে উদ্ধার করা হয়েছে।

বুধবার দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একথা জানিয়ে একে ‘পুরো দেশের জন্য আনন্দের সংবাদ’ বলে উল্লেখ করেছেন।

বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর আদিবাসী সম্প্রদায়ের ওই শিশুরা গভীর জঙ্গলে ঘোরাঘুরি করছিল বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলম্বিয়ার সামরিক বাহিনীর সদস্য, দমকল কর্মী ও বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মকর্তারা কাকেতা প্রদেশের গভীর জঙ্গল থেকে এ শিশুদের উদ্ধার করেন, তাদের একজনের বয়স ১১ মাস।

টুইটারে দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, “আমাদের সামরিক বাহিনীর কষ্টকর অনুসন্ধানে গুয়াভিয়ারের বিমান দুর্ঘটনার পর নিখোঁজ হওয়া শিশুদের জীবিত খুঁজে পেয়েছি আমরা। এটি পুরো দেশের জন্য একটি খুশির সংবাদ।”  

১ মে কলম্বিয়ার আমাজোনাস প্রদেশের আরারাকুয়ারা থেকে সাত আরোহীকে নিয়ে একটি সেসনা ২০৬ বিমান গুয়াভিয়ারে প্রদেশের সান হোসে দেল গুয়াভিয়ারে শহরে যাচ্ছিল। পথে ইঞ্জিন বিকল হয়ে বিমানটি কলম্বিয়ার আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে ওই শিশুদের মা ও পাইলটসহ তিনজন নিহত হন, এদের প্রত্যেকেই পূর্ণবয়স্ক।

বিধ্বস্ত বিমানের ভেতর থেকে পাইলট ও অপর দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ১৩, ৯, ৪ বছর বয়সী তিন শিশু এবং ১১ মাস বয়সী এক শিশুর খোঁজে কর্তৃপক্ষ কয়েকটি উদ্ধারকারী কুকুরসহ শতাধিক সেনা মোতায়েন করে।

ঘন জঙ্গলের মধ্যে সড়ক যোগাযোগ অপ্রতুল ও নদীপথে চলাচল কঠিন হওয়ায় আকাশপথই এ অঞ্চলের প্রধান অবলম্বন। 

উদ্ধার অভিযানের সমন্বয় করা বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর শিশুরা বিমানটি থেকে বের হয়ে সাহায্যের খোঁজে বনে ঘোরাঘুরি করছিল।

৪০ মিটারের চেয়েও উঁচু দৈত্যাকার গাছ, বন্যপ্রাণী ও ভারি বৃষ্টির কারণে ‘অপারেশন হোপ’ নামের এ তল্লাশি ও অনুসন্ধান অভিযান কঠিন হয়ে উঠেছিল। 

বুধবার ভোররাতে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী জানায়, বনে গাছের ডালপালা দিয়ে তৈরি করা অস্থায়ী একটি আশ্রয় খুঁজে পেয়েছে তারা। এখান থেকেই তারা ধারণা করেন, শিশুরা আশপাশেই আছে।

এর আগে শিশুদের পানির বোতল ও আধ খাওয়া ফলের টুকরা পেয়েছিলেন তারা।

উদ্ধার অভিযানে কলম্বিয়ার সেনাবাহিনী ও বিমান বাহিনীর বিমান ও তিনটি হেলিকপ্টার অংশ নিয়েছে।

শিশুরা আমাজন অঞ্চলের যে আদিবাসী হুইতোতো সম্প্রদায়ের তারা প্রত্যন্ত জঙ্গলের সঙ্গে মানিয়ে জীবনযাপন করতে অভ্যস্ত। তাদের শিকার, মাছ ধরা ও ফলমূল সংগ্রহ করার দক্ষতা ওই শিশুদের জীবিত থাকতে সাহায্য করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিশুদের উদ্ধারের কথা ঘোষণা করা গুস্তাভো পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট।