ইতালির এই পর্যটন নগরীতে এক দলে ২৫ জনের বেশি পর্যটক ও লাউডস্পিকার নিষিদ্ধের নতুন সিদ্ধান্ত কার্যকর হবে আগামী জুন থেকে।
Published : 31 Dec 2023, 09:00 PM
ব্যাপক পর্যটকের চাপ কমাতে ইতালির ভেনিস নগরীতে বড় পর্যটক দলের পাশাপাশি লাউড স্পিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কোনও দলে থাকতে পারবেন না ২৫ জনের বেশি পর্যটক।
আগামী জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে নগরীর এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবিসি জানায়, লাউডস্পিকার ব্যবহারের কারণে ‘বিভ্রান্তি ও ঝামেলা’ সৃষ্টি হওয়ার কারণে এটি নিষিদ্ধ করা হচ্ছে।
ইউরোপের যেসব শহরে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় হয় তার মধ্যে ভেনিস অন্যতম। অতিরিক্ত পর্যটকের চাপ কমানো এই নগরীর জন্য জরুরি হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে এক দিনের জন্য ঘুরতে যাওয়া পর্যটকদের কাছ থেকে পাঁচ ইউরো ফি নেওয়ার সিদ্ধান্ত নেয় ভেনিস কর্তৃপক্ষ।
ভেনিসের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা এলিসাবেত্তা পেসচে বলেন, ঐতিহাসিক এই পর্যটন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের ব্যবস্থাপনা আরও ভাল করাই নতুন নীতিমালার লক্ষ্য।
ভেনিস নগরী আয়তনে মাত্র ৭ দশমিক ৬ বর্গকিলোমিটার। ইতালির জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, ২০১৯ সালে ভেনিসে প্রায় ১ কোটি ৩০ লাখ পর্যটক সমাগম হয়েছিল।
আগামী কয়েক বছরে ভেনিসে দর্শনার্থীদের সংখ্যা করোনাভাইরাস মহামারী–পূর্ববর্তী সংখ্যা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ঐতিহাসিক এই দ্বীপ নগরী পর্যটকে সয়লাব হওয়ার আশঙ্কায় দিন দিনই ভেনিসের অধিবাসীরা নগরী ছেড়ে চলে যাওয়ার পথ বেছে নিচ্ছে।
চলতি বছরের শুরুতে ইউনেসকো বলেছে, ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্যের জায়গাগুলোর তালিকায় ভেনিসের নামটি যুক্ত করা প্রয়োজন। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অনেক বেশি পর্যটকের ভিড়ের কারণে শহরটিতে পরিবর্তন এসেছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশেষজ্ঞরা জুলাইয়ে বলেছে, ভেনিসের নাম থাকা প্রয়োজন ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্যের জায়গাগুলোর তালিকায়। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অনেক বেশি পর্যটকের ভিড়ের কারণে শহরটিতে পরিবর্তন ঘটার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
২০২১ সালে ভেনিস সৈকতে একটি জাহাজ বিধ্বস্ত হওয়ার পর নগরীর গুদেক্কা খাল দিয়ে বড় প্রমোদতরীর প্রবেশ নিষিদ্ধ করা হয়। সমালোচকেরা এও বলছেন যে, প্রায়ই বন্যায় দুর্ভোগ পোহানো এই নগরীতে জাহাজগুলো দূষণ ঘটাচ্ছে এবং নগরীর ভিত ক্ষয়ে যাচ্ছে।