পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে শীর্ষ ফিলিস্তিনি কমান্ডার নিহত

পশ্চিম তীরে চালানো এ অভিযানে ফিলিস্তিনের আল-আকসা শহীদ ব্রিগেডের স্থানীয় শীর্ষ কমান্ডারের সঙ্গে আরও দুই ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2022, 02:42 PM
Updated : 9 August 2022, 02:42 PM

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনের আল- আকসা শহীদ ব্রিগেডের স্থানীয় প্রধান কমান্ডার ইব্রাহিম আল-নাবলুসি নিহত হয়েছেন।

বিবিসি জানায়, নাবলুস শহরে কমান্ডার নাবলুসির বাড়ির ওপর চালানো এ অভিযানে তার সঙ্গে নিহত হয়েছে আরও দুই ফিলিস্তিনি।

অভিযানে আরও অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।

আল-আকসা শহীদ ব্রিগেড পশ্চিম তীর নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি আন্দোলনের দল ফাতাহ সংশ্লিষ্ট মিলিশিয়া নেটওয়ার্ক।

ইসরায়েলের অভিযোগ, ইব্রাহিম আল-নাবলুসির নেতৃত্বাধীন শাখা পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর একাধিক হামলা চালিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে এক অভিযানে ইব্রাহিম আল- নাবলুসির তিন সহযোগী নিহত হলেও নাবলুসি পালিয়ে যান। পরে তনি গ্রেপ্তারও এড়িয়ে যেতে পেরেছিলেন।

মঙ্গলবার ইসরায়েলের চালানো অভিযানে নাবলুস শহরের বাড়ির ওপর কাঁধ থেকে ছোড়া রকেট ব্যবহার করে নাবলুসিকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করা হয়।

ওই বাড়ি এবং শহরের অন্যান্য স্থানে চলমান বন্দুকযুদ্ধে বহু ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে ইসরায়েলি সেনাদের কেউ হতাহত হয়নি।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, আল-আকসা শহীদ ব্রিগেড পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর হামলা চালাতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে (পিআইজে) সহযোগিতা করেছে।

সম্প্রতি পশ্চিম তীরে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মূল লক্ষ্য ছিল পিআইজে সদস্যদের গ্রেপ্তার করা।

গত সপ্তাহে পশ্চিম তীরে পিআইজের শীর্ষ নেতা বাসেম সাদিকে গ্রেপ্তার করে ইসরায়েল। এরপরই গাজায় পিআইজের ওপর আগ বাড়িয়ে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে শীর্ষ দুই ফিলিস্তিনি কমান্ডারসহ অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

তিন দিন লড়াই চলার পর মিশরের মধ্যস্থতায় গত রোববার থেকে গাজায় অস্ত্রবিরতি কার্যকর হয়েছে।