শস্য আনতে নতুন রুটে ইউক্রেইন পৌঁছল প্রথম জাহাজ

রাশিয়ার সঙ্গে নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ চুক্তি ভেঙে পড়ার পর এই প্রথম কোনো বেসামরিক জলযান ইউক্রেইনের বন্দরে পৌঁছল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2024, 11:04 AM
Updated : 27 Jan 2024, 11:04 AM

কৃষ্ণসাগরে নতুন রুট দিয়ে ইউক্রেইনে পৌঁছেছে দুটি কার্গো জাহাজ। এই দুই জাহাজে করে ২০ হাজার টন গম মিশর ও ইসরায়েলে যাবে বলে ইউক্রেইনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।

গত বছরের শুরুতে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শুরুর পর শস্যসমৃদ্ধ দেশটি থেকে খাদ্যপণ্য বহির্বিশ্বে পৌঁছনো কঠিন হয়ে পড়েছে। রাশিয়ার সঙ্গে নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ চুক্তি ভেঙে পড়ার পর এই প্রথম কোনো বেসামরিক জলযান ইউক্রেইনের বন্দরে পৌঁছল। 

খালি জাহাজ দুটি শনিবার চরনোমোরস্ক বন্দরে ভিড়েছে বলে ইউক্রেইনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। যে পথে জাহাজ দুটি গেছে, আগে কেবল ইউক্রেইন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোই কৃষ্ণসাগরের এই পথ ব্যবহার করত।

ইউক্রেইনের উপ-প্রধানমন্ত্রী অলেক্সান্ডার কুবরাকভ বলেছেন, মহাসাগরীয় দ্বীপ দেশ পালাউয়ের পতাকাবাহী রেজিলিয়েন্ট আফ্রিকা ও আরোয়াট নামের জাহাজ দুটিতে নাবিক হিসেবে ইউক্রেইন, তুরস্ক, আজারবাইজান ও মিশরের নাগরিকরা আছেন। সংবাদ সূত্র: বিবিসি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)