যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে: রাশিয়া

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্রের আগুন নিয়ে খেলার এ অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রয়টার্সবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2022, 03:24 PM
Updated : 25 Sept 2022, 03:24 PM

তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র ‘আগুন নিয়ে খেলা’ করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে এ অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

অন্যদিকে চীন বলেছে, তারা গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপদেশ তাইওয়ানকে ‘শান্তিপূর্ণ পুনর্মিলনের’ জন্য কাজ করে যেতে চাপ দেবে।

একইসঙ্গে তাইওয়ানে বাইরের কোনও হস্তক্ষেপের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছে চীন।

তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রর উত্তেজনা চলছে। গত অগাস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে দু’দেশের উত্তেজনা বেড়ে যায়।

পেলোসির সফরের প্রতিবাদে চীন তাইওয়ান প্রণালীতে নজিরবিহীন সামরিক মহড়া চালায়। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও সম্প্রতি দুইবার বলেছেন, তাইওয়ান চীনের হামলার শিকার হলে মার্কিন বাহিনী তাইওয়ানকে সুরক্ষা দেবে।

এরপরই জাতিসংঘে চীনের পক্ষ নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে আগুন নিয়ে খেলার অভিযোগ করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে যুদ্ধ শুরুর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার সময় দুইজনের সীমাহীন বন্ধুত্বের ঘোষণা দেওয়ার পাশাপাশি পশ্চিমাদের বিরুদ্ধে সহযোগিতা আরও জোরদরের অঙ্গীকার করেছিলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে শনিবারের ভাষণে চীনের সঙ্গে সেই সখ্যতারই স্বাক্ষর রাখলেন পুতিনের শীর্ষ কূটনীতিক ল্যাভরভ। তাইওয়ান নিয়ে ওয়াশিংটনের অবস্থানের সমালোচনার পাশাপাশি ইউক্রেইন যুদ্ধ নিয়ে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়েও তিনি কথা বলেন।

ল্যাভরভ বলেন, “তারা (ওয়াশিংটন) তাইওয়ানের চারপাশে আগুন নিয়ে খেলছে। উপরন্তু তাইওয়ানকে সামরিক সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র।”

এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিনও তাইওয়ানের ব্যাপারে স্পষ্টভাবে চীনকে সমর্থন করেছেন। গত সপ্তাহে তিনি বলেছিলেন, “আমরা ‘এক চীন’ নীতি দৃঢ়ভাবে মেনে চলতে চাই। আমরা তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানির নিন্দা জানাই।”