ভিডিও ফুটেজে চীনের কন্সুলেটের লবিতে একটি নীল রঙের গাড়ি ও বেশ কিছু মানুষকে দৌঁড়ে পালাতে দেখা গেছে।
Published : 10 Oct 2023, 05:06 PM
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় চীনের কন্সুলেটের ভেতরে একটি চলন্ত গাড়ি ঢুকে পড়ার পর চালক পুলিশে গুলিতে নিহত হয়েছেন।
সোমবার কন্সুলেট ভবনের ভিসা দপ্তরের লবিতে ঘটনাটি ঘটেছে বলে নগরীটির পুলিশ জানিয়েছে।
পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।
বিবিসি জানিয়েছে, অনলাইনে আসা ভিডিও ফুটেজে চীনের কন্সুলেটের লবিতে একটি নীল রঙের হোন্ডা গাড়ি ও বেশ কিছু মানুষকে দৌঁড়ে পালাতে দেখা গেছে।
কন্সুলেট এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে। বলেছে, এটি ঘটনাস্থলে থাকা তাদের কর্মী ও অন্যান্য লোকজনের নিরাপত্তার ক্ষেত্রে ‘গুরুতর হুমকি’ তৈরি করেছিল।
বিবৃতিতে বলা হয়, “আমরা এই সহিংস হামলার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার জন্য কারা দায়ী তা জানার অধিকার রাখি।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কন্সুলেট ভেঙে ভেতরে ঢুকে লোকজনকে আঘাত করার জন্য ওই অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছে।
ঘটনার পর থেকে কন্সুলেট তাদের দপ্তরের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে এবং কূটনৈতিক অসন্তোষ প্রকাশ করেছে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনা বিষয়ে একটি তদন্ত শুরু করেছে; কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে তারা। এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছে এমন কোনো উল্লেখ পাওয়া যায়নি।
ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট ক্যাথরিন উইন্টার্স বলেন, “ঘটনার সময় ভিসা অফিসটিতে কতোজন লোক ছিলেন তা আমরা জানা নেই। কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি চীনের কন্সুলেটের লবির ভেতরে থেমে থাকা অবস্থায় পায়, তারা সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ করে আর একজন কর্মকর্তা তাকে গুলি করে।
“হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সন্দেহভাজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উন্মুক্ত ও জোরালো তদন্ত শুরু করা হয়েছে।”
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তদন্ত কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।