পরিবেশমন্ত্রী সোইপান তুয়া বলেছেন, ছুটি দেওয়া হলে প্রতিটি কেনীয়ই গাছ লাগানোর উদ্যোগ নিতে পারবে।
Published : 13 Nov 2023, 06:52 PM
১০ কোটি গাছ লাগানোর জন্য কেনীয়দেরকে বিশেষ ছুটি দেওয়া হয়েছে। ১০ বছরে ১ হাজার ৫০০ কোটি গাছ লাগানোর সরকারি লক্ষ্যের অংশ হিসাবে এই কর্মসূচি নেওয়া হচ্ছে।
পরিবেশমন্ত্রী সোইপান তুয়া বলেছেন, ছুটি দেওয়া হলে প্রতিটি কেনীয়ই গাছ লাগানোর উদ্যোগ নিতে পারবে।
প্রতিটি কেনীয় নাগরিককেই অন্তত দুটো গাছের চারা লাগানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। এভাবে ১০ কোটি গাছ লাগানোর লক্ষ্য পূরণ করা হবে।
জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ের সহায়ক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে এবং বায়ুমন্ডলে অক্সিজেন ছেড়ে দিয়ে বিশ্ব ঊষ্ণায়ন রোধ করতে সাহায্য করে।
পাবলিক নার্সারিগুলোতে প্রায় ১৫ কোটি চারা লাগানোর ব্যবস্থা করছে সরকার। চারা দেওয়া হচ্ছে বিনামূল্যে। তবে সরকার কেনীয়দেরকে অন্তত দুটো চারা কেনা এবং নিজ হাতে লাগানোর জন্যও উৎসাহিত করেছে।
গাছ লাগানোর এই কর্মসূচি একটি ইন্টারনেট অ্যাপের মাধ্যমে তদারক করা হবে।কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দেশের পূর্বাঞ্চলের মাকুয়েনিতে গাছের চারা রোপণের একটি মহড়ার নেতৃত্ব দিয়েছেন।
এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে অন্যান্য অঞ্চলে পাঠানো হয়েছে মন্ত্রিসভার মন্ত্রীদের পাশাপাশি গভর্নর ও অন্যান্য কর্মকর্তাদেরকে।