তামিল নাড়ুর মন্দিরে উৎসব চলাকালে ক্রেন পড়ে নিহত ৪

তামিল নাড়ুর রানিপেত শহরের দ্রৌপদী মন্দিরের এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2023, 09:31 AM
Updated : 23 Jan 2023, 09:31 AM

ভারতের তামিল নাড়ুর একটি মন্দিরে উৎসব চলাকালে ক্রেন উল্টে পড়ে চার জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে তামিল নাড়ুর রানিপেত শহরের দ্রৌপদী মন্দিরের এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ক্রেনে দেবদেবীর মূর্তি ছিল, প্রায় আটজন তাতে চড়ে ভক্তদের কাছ থেকে মালা নিচ্ছিলেন। এ বিষয়টি দ্রৌপদী আম্মান উৎসবের অংশ।

তামিলদের ঐতিহ্যবাহী লোকজ উৎসব পোঙ্গলের পর দ্রৌপদী আম্মান উৎসব অনুষ্ঠিত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, লোকজন ক্রেনটি থেকে ঝুলে আছে আর সেটি মাটিতে পড়ে যাচ্ছে।  

ক্রেনটি বিধ্বস্ত হওয়ার সময় মন্দিরের ভক্তরা আতঙ্কে চারদিকে ছোটাছুটি শুরু করে। এ ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

রানিপেতের পুলিশ সুপার দীপা সত্যায়ন বলেন, “ক্রেনটির একটি অংশ উঁচুতে ছিল। ভারসাম্য না থাকার কারণে সেটি উল্টে পড়েছে বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।”

ক্রেন চালককে হেফাজতে নেওয়া হয়েছে বলে রানিপেতের কালেক্টর ভাস্করা পান্ডিয়ান জানিয়েছেন।

তিনি আরও জানান, ব্যক্তিগত ওই মন্দিরের উৎসবে ক্রেন ব্যবহারের অনুমতি নেওয়া হয়নি।