ইউক্রেইনের দনিপ্রোপেত্রভস্কে রুশ হামলায় নিহত ১৩

দনিপ্র নদীতীরবর্তী মারগানেৎস এলাকায় গোলা হামলায় একটি হোস্টেল, দুটি স্কুল, একটি কনসার্ট হল, প্রধান কাউন্সিল ভবন এবং অন্য প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্স
Published : 10 August 2022, 11:37 AM
Updated : 10 August 2022, 11:37 AM

ইউক্রেইনের মধ্যাঞ্চল দনিপ্রোপেত্রভস্কের গভর্নর বলেছেন, সেখানে রাশিয়ার গোলা হামলায় ১৩ জন নিহত হয়েছে।

রাতভর এ হামলা চালানো হয় বলে বুধবার জানিয়েছেন গভর্নর ভ্যালেন্তাইন রেজনিশেঙ্কো।

তিনি বলেন, দনিপ্র নদীতীরবর্তী মারগানেৎস এলাকায় গোলা হামলায় ২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তাছাড়া, হামলায় একটি হোস্টেল, দুটি স্কুল, একটি কনসার্ট হল, প্রধান কাউন্সিল ভবন এবং অন্য প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইউক্রেইনে চলমান আগ্রাসনে বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

দনিপ্রোপেত্রভস্কের গভর্নর রুশ হামলায় প্রথমে ২১ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিকোপোল এলাকায় ১১ জন এবং মারগানেৎস এলাকায় ১০ জন নিহত হয়েছে।

তবে এরপর এক টেলিগ্রাম বার্তায় নিহতের মোট সংখ্যা ১১ উল্লেখ করেন তিনি। প্রাথমিক তথ্য ভুল হওয়ার কারণ কী সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি। পরে গভর্নর বলেন, আহত আরও দুইজন মারা গেছেন।