বিশ্বে দ্বিতীয় বৃহৎ তামা উৎপাদনকারী দেশ পেরু। দেশটির খনিগুলোতে প্রচুর পরিমাণে রুপা এবং সোনাও পাওয়া যায়।
Published : 03 Dec 2023, 11:54 AM
পেরুর পোদেরোসা খনিতে অস্ত্রধারীদের হামলায় নয় জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার বিস্ফোরণ ঘটিতে খনিতে হামলা চলানোর পর অস্ত্রধারীরা কয়েকজনকে জিম্মিও করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু অস্ত্রও জব্দ করেছে পুলিশ।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ বাহিনীকে সহায়তার জন্য বিশেষ বাহিনী পাঠানো হয়েছিল বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
বলা হয়, “হামলাকারীরা খনির প্রবেশ মুখে বিস্ফোরক ব্যবহার করে ভেতরে প্রবেশ করে এবং কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পরে অস্ত্রধারীরা চারজনকে জিম্মি করেছিল।”
বিশ্বে দ্বিতীয় বৃহৎ তামা উৎপাদনকারী দেশ পেরু। দেশটির খনিগুলোতে প্রচুর পরিমাণে রুপা এবং সোনাও পাওয়া যায়।