ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

পাপুয়ার বিয়াক দ্বীপের প্রায় ২৬২ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2022, 06:37 AM
Updated : 10 Sept 2022, 06:37 AM

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, তবে এতে সুনামি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দেশটির ‍জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে।

বিএমকেজির প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার পাপুয়ার বিয়াক দ্বীপের প্রায় ২৬২ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি।

শনিবার এর আগে একই এলাকার কাছে ৬ দশমিক ১, ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ৫ মাত্রার আরও তিনটি ভূমিকম্প হয়েছিল।

মাত্র ১১ দিন আগে ২৯ অগাস্ট ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এখানেও এর আগে আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

প্রায় ২৭ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার’ (প্যাসিফিক রিং অব ফায়ার) ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত। এ অঞ্চলটিতে ভূত্বকের কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট এসে মিলেছে আর তাই এখানে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটে থাকে।

আগের খবর:

Also Read: ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প