ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় বিখ্যাত স্কয়ার ‘প্লাজা অব দ্য থ্রি পাওয়ার্স’ এর আশপাশে এসব বিস্ফোরণ ঘটেছে।
Published : 14 Nov 2024, 10:55 AM
ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় সুপ্রিম কোর্ট ভবনে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এক ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।
বুধবার সর্বোচ্চ আদালতের সামনেই এ ঘটনা ঘটেছে বলে ব্রাজিলের কর্মকর্তারা জানিয়েছেন।
আগামী ১৮ নভেম্বর দেশটির রিও ডি জেনেইরো শহরে বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশগুলোর ফোরাম জি২০ নেতাদের সম্মেলনে অনুষ্ঠিত হবে। তার আগে এ ধরনের ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বেড়ে গেছে বলে রয়টার্স জানিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় এক রাষ্ট্রীয় সফরের পর জি২০ নেতারা রিও ডি জেনেইরোতে বৈঠকে মিলিত হবেন। তার পাঁচ দিন আগে এ ঘটনা ঘটল।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আদালত ভবনের কাছে গাড়ি পার্কিংয়ের স্থানে প্রথম দু’টি বিস্ফোরণ ঘটে, এর কয়েক সেকেন্ড পরই আদালত ভবনের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে আর সেখানে ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।
ফেডারেল ডিস্ট্রিক্ট অব ব্রাজিলিয়ার ভাইস গভর্নর সেলিনা লেও জানান, প্রাথমিক তথ্যে ধারণা পাওয়া গেছে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টে ঢোকার চেষ্টা করার পর বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।
গাড়ি পার্কিংয়ে রাখা তার একটি গাড়ির কাছেও আরেকটি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তাতে পাশের একটি গাড়ির একটি অংশ উড়ে গেছে।
লেও জানান, তিনি আশা করছেন একটি ‘একক ব্যক্তির’ করা অপরাধ। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির শরীরে আরও বিস্ফোরক থাকতে পারে এমন ঝুঁকি মোকাবেলা করতে থাকায় তারা ওই মৃতের চূড়ান্ত পরিচয় শনাক্ত করতে পারেননি।
ব্রাজিলিয়ায় ব্রাজিলের ফেডারেল সরকারের তিনটি শাখার প্রধান ভবনগুলোকে সংযোগকারী বিখ্যাত স্কয়ার ‘প্লাজা অব দ্য থ্রি পাওয়ার্স’ এর আশপাশে এসব বিস্ফোরণ ঘটেছে।
গত বছরের ৮ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকরা নির্বাচনে পরাজয়ের পর এখানেই দাঙ্গার ঘটনা ঘটিয়েছিল।
এবারের বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ব্রাজিলের রাজধানীর এই কেন্দ্রস্থলে একটি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী রোবটসহ বোম্ব স্কোয়াড মোতায়েন করে তদন্ত শুরু করেছে।
ব্রাজিলের সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকরা একটি পূর্ণাঙ্গ অধিবেশন শেষ করার পরপরই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে, সঙ্গে সঙ্গেই দ্রুততার সঙ্গে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এই বিস্ফোরণগুলো ঘটার কিছুক্ষণ আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা নির্বাহী ভবন ছেড়ে গিয়েছিলেন।