দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ১,৫০০ সেনা এরই মধ্যে রাশিয়ায় পৌঁছেছে। এই সেনাদেরকে রুশ নৌবাহিনীর জাহাজে করে রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিভোস্তকে নেওয়া হয়েছে।
Published : 18 Oct 2024, 09:46 PM
ইউক্রেইন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়ার জন্য রাশিয়ায় সেনা পাঠাতে শুরু করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এ খবর জানিয়েছে। বিষয়টিকে ‘গুরুতর নিরাপত্তা হুমকি’ বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একদিন আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলেছিলেন, তার বিশ্বাস- ১০ হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধে যোগ দিতে পারে। তার এই বক্তব্যের পরই দক্ষিণ কোরিয়া এমন খবর জানাল।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস) শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছে, ১,৫০০ সেনা এরই মধ্যে রাশিয়ায় পৌঁছেছে। ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়ার বিশেষ অভিযান পরিচালনা বাহিনীর এই সেনাদেরকে রুশ নৌবাহিনীর জাহাজে করে রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিভোস্তকে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার আরও সেনা শিগগিরই রাশিয়ায় পাঠানো হবে বলেও জানিয়েছে এনআইএস। এই সেনা সংখ্যা শেষ পর্যন্ত মোট ১২ হাজারের কাছাকাছি দাঁড়াতে পারে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র।
এনআইএস আরও জানায়, রাশিয়ায় পাঠানো উত্তর কোরীয় সেনাদেরকে রুশ সেনাবাহিনীর সেনাদের ইউনিফর্ম ও অস্ত্র দেওয়া হয়েছে এবং পরিচিতি পত্রও করে দেওয়া হয়েছে। বর্তমানে তাদেরকে রাখা হয়েছে রাশিয়ার ভ্লাদিভোস্তক এবং অন্যান্য স্থান যেমন: উসুরিয়াক, খাবারোভোস্ক এবং ব্লাগোচেনস্ক এর সামরিক ঘাঁটিতে। প্রশিক্ষণ শেষ হয়ে গেলেই এই সেনাদেরকে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।
উত্তর কোরিয়া ইউক্রেইন যুদ্ধে সহায়তা করার জন্য রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে, এমন আলামত বাড়তে থাকার মধ্যে এবার রাশিয়ায় পিয়ংইয়ংয়ের সেনাও পাঠানোর খবর এল।
সম্প্রতি কয়েকমাসে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে সহযোগিতা অনেক বেশি বাড়িয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছায় তাকে ‘সবচেয়ে ঘনিষ্ঠ সহচর’ বলে সম্বোধন করেন।
দুই দেশের এই সখ্যতার মধ্যে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবর সামনে আসার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল শুক্রবার নিরাপত্তার বিষয়টি নিয়ে বৈঠক ডেকেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কেও ‘হাতে থাকা সবরকম পন্থায়’ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।