কুর্স্কে এ সপ্তাহের লড়াইয়ের পর ইউক্রেইনের বিশেষ বাহিনী নিহত উত্তর কোরীয় সেনাদের মৃতদেহ জড়ো করার সময় তাদের মধ্যে জীবিত থাকা এক সেনা গ্রেনেড দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।
Published : 14 Jan 2025, 09:13 PM
রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলের লড়াইয়ে ইউক্রেইন বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে উত্তর কোরীয় সেনাদের আত্মঘাতী কৌশল।
এ সপ্তাহে কুর্স্কে লড়াইয়ের পর ইউক্রেইনের বিশেষ বাহিনী নিহত উত্তর কোরীয় সেনাদের মৃতদেহ জড়ো করার সময় তাদের মধ্যে জীবিত থাকা এক সেনা গ্রেনেড দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।
ইউক্রেইনের বিশেষ অভিযান পরিচালনা বাহিনী সোমবার স্যোশাল মিডিয়ায় কুর্স্কে ওই লড়াইয়ের যে বর্ণনা দিয়েছে তাতেই তারা একথা জানিয়েছে।
বলা হয়েছে, নিহত উত্তর কোরীয় সেনাদের মধ্যে একজনকে জীবিত পাওয়া গিয়েছিল।তবে ইউক্রেইন বিশেষ বাহিনীর সেনারা উত্তর কোরীয় ওই সেনার দিকে এগিয়ে যেতেই সে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
ইউক্রেইনের সেনারা অবশ্য সে যাত্রায় বিস্ফোরণ থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে বিশেষ বাহিনী। তবে বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনার সত্যাসত্য যাচাই করতে পারেনি।
উত্তর কোরিয়ার কিছু সেনা ধরা পড়ার আগেই আত্মহত্যা করে ফেলে এমন প্রমাণ অবশ্য দিন দিনই পাওয়া যাচ্ছে রণক্ষেত্রসহ গোয়েন্দা প্রতিবেদন এবং উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করা ব্যক্তিদের কাছ থেকে। উত্তর কোরিয়ার সাবেক এক সেনা বলেছেন, সেনাদের ব্রেইনওয়াশ করে ফেলা হয়। তারা তখন মরার জন্য প্রস্তুত থাকে।
২০২২ সালে উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করা এই সেনা ৩২ বছর বয়সী কিম বলেন, “নিজেকে বোমা মেরে উড়িয়ে দেওয়া এবং আত্মহত্যা করা: এটাই হচ্ছে উত্তর কোরিয়ার বাস্তবতা। এই সেনারা যারা বাড়ি ছেড়ে অন্য জায়গায় যুদ্ধ করতে গেছে, তাদের মগজ ধোলাই করা হয় এমনভাবে যে, তারা কিম জং-উনের (উত্তর কোয়ার নেতা) জন্য সত্যিই নিজেদের উৎসর্গ করে দিতে প্রস্তুত থাকে।”
ইউক্রেইন এবং পশ্চিমাদের হিসাবমতে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেইনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীকে সহায়তা করতে উত্তর কোরিয়া ১১ হাজার সেনা মোতায়েন করেছে।
গতবছর হঠাৎ করেই কুর্স্কে ঢুকে পড়ে অভিযান শুরু করে ইউক্রেইনের সেনারা। কিইভের হিসাবমতে, সেখানকার লড়াইয়ে হতাহত হয়েছে ৩ হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা।
ইউক্রেইন এ সপ্তাহে আহত দুই উত্তর কোরীয় সেনা ধরা পড়ার ভিডিও প্রকাশ করেছে। এই দুই সেনার একজন ইউক্রেইনে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এবং অন্যজন উত্তর কোরিয়ায় ফিরে যেতে চেয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।