ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মেলনে একথা বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট। বিশ্বকে পুতিনের ওপর চাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
Published : 21 Mar 2025, 12:45 AM
শান্তি আলোচনায় রাশিয়ার অহেতুক দাবি তোলা বন্ধ করতে হবে। তাদের দাবি কেবল যুদ্ধ দীর্ঘায়িত করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে বৃহস্পতিবার একথা বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একটি সংবাদ সম্মেলনে, জেলেনস্কি সম্ভাব্য একটি শান্তি চুক্তির জন্য রাশিয়ার বেঁধে দেওয়া শর্ত প্রত্যাখ্যান করে বলেন, ইউক্রেইনের নেটো সদস্যপদকে আলোচনার বাইরে রাখা "রাশিয়ার জন্য একটি বড় উপহার"।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অহেতুক দাবি বন্ধ করতে বলেন জেলেনস্কি। ভিডিও কলের মাধ্যমে তিনি বলেন, পুতিন বিশ্বকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তাকে পূরণ করা শুরু করতে হবে।"
বিশ্বকে পুতিনের ওপর চাপ বজায় রাখার আহ্বান জানান জেলেনস্কি। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “তারা (রাশিয়া) যে আশ্বাস দেয়, মুহূর্তের মধ্যেই তারা তা বদলে ফেলে।”
জেলেনস্কি আরও বলেন, “মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকতে হবে, যতক্ষণ না তারা আমাদের ভূমি থেকে সরে যায় এবং তাদের আক্রমণের ফলে সৃষ্ট ক্ষতির পুরোপুরি ক্ষতিপূরণ দেয়।”
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলেছিলেন, তিনি ইউক্রেইন যুদ্ধ শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত মঙ্গলবার ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ক্রেমলিন এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, পুতিন যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত রেখেছেন। এর মধ্যে প্রধান শর্তগুলো হল:
১. যুদ্ধের মাত্রা যাতে আর না বাড়ে যেজন্য ‘প্রধান শর্ত’ হচ্ছে- কিইভের সঙ্গে বিদেশি গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক বিমান সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করা।
২. যে কোনও চুক্তি ‘স্থিতিশীল, দীর্ঘমেয়াদি এবং সঙ্কটের মূল কারণগুলোর সমাধানকারী’ হতে হবে।
৩. ইউক্রেইনকে তাদের সেনাবাহিনী পুনরায় অস্ত্রসজ্জিত করা এবং জবরদস্তি সেনা সমাবেশ বন্ধ করতে হবে।
৪. রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে বিবেচনায় নিয়ে তবেই যে কোনও সমাধান গ্রহণ করতে হবে।
পুতিনের এই শর্তগুলো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিন এত বেশি পূর্বশর্ত দিয়েছেন যে, “এতে কোনও সমাধানই বেরিয়ে আসা সম্ভব নয়।”