ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বদলা নেওয়ার ইসরায়েলের হুমকির একদিন পর ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হুঁশিয়ারি দিয়েছেন।
Published : 16 Apr 2024, 07:58 PM
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বদলা নেওয়ার ইসরায়েলের হুমকির এক দিন পর মঙ্গলবার রাইসি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা খোলাখুলি ঘোষণা করছি যে, ইরানি স্বার্থের বিরুদ্ধে একটি ছোট্ট পদক্ষেপেও কেউ নিলে তার বিরুদ্ধে কঠোর, ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে।”
সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি বলেন, ইরানের হামলার পাল্টা পদক্ষেপ নেওয়াটা এখন ন্যায়সঙ্গত হয়ে দাঁড়িয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে গত ১ এপ্রিল ইসরায়েলের বিমান হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। এরপর শনিবার ইসরায়েলে ৩শ’র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
শনিবার রাতে ইরানের ছোড়া এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশ ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। যদিও এ হামলায় ছোট্ট একটি শিশু গুরুতর আহত হয়েছে এবং দুই চিরশত্রু দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার রাতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি বলেন, “ইসরায়েলের পাল্টা হামলার জবাব দেওয়া ইরানের জন্য মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার হবে, কারণ জবাব দেওয়ার জন্য ইরান ১২ দিন ধরে অপেক্ষা করে বসে থাকবে না।“