ফ্লোরিডা ও টেক্সাসের কর্মকর্তারা বলেছিলেন, তারা কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষকদেরকে নির্বাচনের দিন মঙ্গলবার রাজ্যে ঢুকতে দেবেন না।
Published : 05 Nov 2024, 10:51 PM
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে রিপাবলিকান- নেতৃত্বাধীন কিছু রাজ্য কেন্দ্রীয় বিচার বিভাগের নির্বাচন পর্যবেক্ষকদের বাধা দেওয়ার চেষ্টায় মামলা করে ব্যর্থ হয়েছে। মামলা খারিজ করে বিচারক ওই রাজ্যগুলোতে পর্যবেক্ষকদের ঢোকার পক্ষে রায় দিয়েছে।
ফ্লোরিডা ও টেক্সাসের কর্মকর্তারা বলেছিলেন, তারা কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষকদেরকে নির্বাচনের দিন মঙ্গলবার রাজ্যে ঢুকতে দেবেন না। মিজৌরি এর আগের দিনই পর্যবেক্ষকদের প্রবেশ ঠেকাতে ফেডারেল আদালতে মামলা করে।
এরপর একইরকম মামলা করে টেক্সাসও। এ মামলার মধ্য দিয়ে ভোটের দিনে কোনরকম অনিয়মের বিষয়টি নজরে রাখার কেন্দ্রীয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের কর্মসূচি আটকে দেওয়ার চেষ্টা চালায় রাজ্যগুলো।
কিন্তু ফেডারেল আদালতের বিচারক সোমবারেই সন্ধ্যায় মিজৌরির মামলা খারিজ করে বলেছেন, তিনি সেন্ট লুইসের ভোটকেন্দ্রগুলোতে পর্যবেক্ষক পাঠানোয় মার্কিন বিচার বিভাগকে বাধা দেবেন না।
ওদিকে, টেক্সাসের মামলায়ও মার্কিন ডিস্ট্রিক্ট জাজ ম্যাথিউ মঙ্গলবার পর্যবেক্ষকদের রাজ্যে প্রবেশ নিষিদ্ধ করে কোনও আদেশ দেননি। তবে পর্যবেক্ষকদের যেন ভোটকেন্দ্রের বাইরে রাখা হয় সেটি নিশ্চিত করতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন।
টেক্সাসের রিপাবলিকানরা বিচার বিভাগকে ভোটকেন্দ্রের ভেতরে কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন ঠেকাতেও আলাদা একটি মামলা করেছিল।
পরে রাজ্য কর্মকর্তারা জানান, তারা পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রের বাইরে রাখতে বিচার বিভাগের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন।
ডিস্ট্রিক্ট জাজ ম্যাথিউ এই চুক্তিই নিশ্চিত করার আদেশ দেন বিচার বিভাগকে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তাহেই নির্বাচনের দিন ২৭ টি রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক মোতায়েনের ঘোষণা দিয়েছিল।