ইউক্রেইনের বিভিন্ন নিশানায় রাশিয়ার যুদ্ধবিমান ব্যবহারের সক্ষমতা কমাতে রুশ বিমানঘাঁটিগুলোতে হামলা করছে কিইভের সেনারা।
Published : 09 Aug 2024, 06:05 PM
রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেইনের সামরিক বাহিনী। পশ্চিমাঞ্চলীয় লিপেৎস্ক অঞ্চলের বিমান ঘাঁটিতে বৃহস্পতিবার রাতভর হামলায় সেখানে মজুদ থাকা গাইডেড বোমা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দফায় দফায় বিস্ফোরণ ঘটেছে।
শুক্রবার ইউক্রেইনের সেনাবাহিনী একথা জানিয়েছে। ইউক্রেইনের বিভিন্ন নিশানায় রাশিয়ার যুদ্ধবিমান ব্যবহারের সক্ষমতা কমাতে রুশ বিমানঘাঁটিগুলোতে হামলা করছে কিইভের সেনারা।
রাশিয়া যুদ্ধবিমানগুলো দিয়ে ইউক্রেইনের বিভিন্ন নিশানা ছাড়ও যুদ্ধের সম্মুখসারিতে বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। ২০২২ সালে ইউক্রেইনে সর্বাত্মক আগ্রাসন শুরু করেছিল রাশিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেইনের সামরিক বাহিনী জানায়, আগুনের কয়েকটি সূত্র রেকর্ড হয়েছে। বিশাল আগুন ছড়িয়ে পড়েছে। একাধিক বিস্ফোরণ হতেও দেখা গেছে।
হামলার সময় রাশিয়ার বিমান ঘাঁটিতে এসইউ-৩৪, এসইউ-৩৫ এবং মিগ-৩১ যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে ইউক্রেইন বাহিনী।
একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলাটি চালানো হয়েছিল ড্রোন দিয়ে। বিমানঘাঁটিতে তখন কয়েক ডজন বিমান এবং হেলিকপ্টার দাঁড়িয়ে ছিল। আরও ছিল ৭০০ গাইডেড বোমার একটি গুদামও।
লিপেৎস্ক অঞ্চলের রুশ গভর্নর ইগর আর্টামোনভ বলেছেন, ইউক্রেইনীয় বাহিনীর ব্যাপক ড্রোন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং আহত হয়েছে ৯ জন।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বিমানঘাঁটিতে আগুন ধরে গিয়েছিল। বেশিভাগ বিমানই ওড়ার সময় পায়নি বলে জানিয়েছে ইউক্রেইনের একটি সূত্র।
এই সূত্রটি আরও জানিয়েছে, অগাস্টের শুরুতে রাশিয়ার মোরোজোভস্ক বিমানঘাঁটি ধ্বংস করেছে ইউক্রেইন, যে ঘাঁটিতে ছিল গাইডেড বোমা এবং জঙ্গিবিমান। আর আজ তারা ধ্বংস করেছে লিপৎস্ক-২ ঘাঁটি।
গত শনিবার ইউক্রেইন বলেছিল, তারা মোরোজোভস্কের বিমানঘাঁটির গোলাবারুদের ডিপোতে আঘাত হেনেছে, যেখানে রাশিয়া বাহিনী গাইডেড এরিয়াল বোমা ও অন্যান্য হাতিয়ার মজুদ করে রাখে এবং জ্বালানির মজুদও আছে।