কমিউনিস্ট ভিয়েতনাম সাধারণত তাদের জন্য সংবেদনশীল বিভিন্ন অর্থনৈতিক খাতে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মেনে চলে। স্টারলিংকের জন্য এ বিধিনিষেধ শিথিল করা হল।
Published : 02 Mar 2025, 09:04 PM
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিং চিং জানিয়েছেন, তার সরকার ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে দ্রুত লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে।
একটি পাইলট প্রকল্পের আওতায় এই লাইসেন্স দেওয়া হবে, শনিবার তিনি এমনটিই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিন হ্যানয়ে ৪০ জনের মতো মার্কিন ব্যবসায়ীর সঙ্গে আলোচনায় চিং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে যে উদ্বৃত্ত রয়েছে, ভিয়েতনাম তা ভারসাম্যপূর্ণ করতে চায়। এজন্য তারা বিমানের যন্ত্রাংশ, অস্ত্র, তরল প্রাকৃতিক গ্যাস, কৃষি পণ্য এবং ওষুধ আমদানি করার কথা ভাবছে।
যুক্তরাষ্ট্রে এখন ভিয়েতনামের রপ্তানি উত্তরোত্তর বাড়ছে, যার ফলে গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যে রেকর্ড উদ্বৃত্ত দেখা গেছে; মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ ধরনের ক্ষেত্রে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, হ্যানয় এই পাল্টা শুল্কই এড়াতে চাইছে।
“প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেটকে দ্রুত লাইসেন্স দেওয়ার নির্দেশ দিয়েছেন,” মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে চিংয়ের আলোচনা নিয়ে ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ভিয়েতনামের সরকার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের পার্লামেন্ট উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভিয়েতনামে কাজ করতে দিতে অস্থায়ী একটি প্রকল্পে অনুমোদন দেয়, এর সাহায্যে স্টারলিংক স্থানীয় অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ওপরও পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে। ভিয়েতনামে স্টারলিংক নেওয়ার ক্ষেত্রে মাস্ক আগেই এ শর্ত দিয়েছিলেন।
কমিউনিস্ট ভিয়েতনাম সাধারণত তাদের জন্য সংবেদনশীল বিভিন্ন অর্থনৈতিক খাতে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মেনে চলে।
শনিবার চিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া এক মার্কিন কর্মকর্তা জানান, দুই পক্ষের এ আলোচনা ভিয়েতনামে মার্কিন কোম্পানিগুলোর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ‘ঝুলে থাকা কিছু সমস্যার সমাধান করবে’ বলে তিনি আশা করছেন।
বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনার প্রভাব কমাতে এবং রপ্তানিনির্ভর দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী চিং সামনে আরও বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকের পরিকল্পনা করছেন, রয়টার্সকে বলেছেন একাধিক বিনিয়োগকারী।
দুই দেশের মধ্যে বাণিজ্যে উদ্বৃত্ত কমাতে ভিয়েতনামের রাষ্ট্র-মালিকানাধীন এয়ারলাইন্স মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে একাধিক বিমান ও যন্ত্রাংশ কেনার পরিকল্পনা করছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভিয়েতনামের ওই এয়ারলাইন্সের কোনো মন্তব্য পাওয়া যায়নি।