এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
Published : 11 Oct 2024, 12:11 PM
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশে একটি বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে বেলুচিস্তান প্রদেশের জুনাইদ কোল কোম্পানির খনিতে কাজ করার সময় তাদের ওপর হামলা চালানো হয়।
রাষ্ট্রের বিরুদ্ধে বালুচ বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইয়ের কারণে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলটিতে কয়েক দশক ধরে অস্থিরতা চলছে। গোষ্ঠীগুলোর ভাষ্য, ওই অঞ্চলে যে খনিজসম্পদ আছে তা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী খনিতে হামলার দায় স্বীকার করেনি।
কোয়েটা শহরের পূর্বের দুকি থানার পরিদর্শক হুমায়ুন খান বলেন, “ভোরবেলা একদল সশস্ত্র ব্যক্তি ভারী অস্ত্র ব্যবহার করে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানির খনিতে হামলা চালায়। তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করেছে।”
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীরা খনি শ্রমিকদের এক জায়গায় জড়ো করে তাদের ওপর গুলি চালায়।
ওই এলাকায় ১০টি কয়লা খনি রয়েছে বলে কয়লা কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন।
দুকির চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, “জেলা হাসপাতালে আমরা এখন পর্যন্ত ২০টি মৃতদেহ ও ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।”
রয়টার্স লিখেছে, ২০২২ সালে পাকিস্তানি তালেবান ও সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানে ইসলামি জঙ্গিবাদের পুনরুত্থান হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে করাচির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরেণে একটি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই চীনা নাগরিক নিহত ও অপর এক ব্যক্তি আহত হন।
সরকারের বিরুদ্ধে লড়াইরত বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করে।
বেলুচিস্তান কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে গেল অগাস্টে, যে ঘটনাতেওই এই বিএলএ ছিল। বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা পুলিশ স্টেশন, রেললাইন এবং মহাসড়কে হামলা চালিয়ে ৭০ জনের বেশি লোককে হত্যা করেছিল।
গত মাসেও এই অঞ্চল সহিংসতা দেখেছে, সেখানে পাঞ্জাবি শ্রমিকদের আবাসনে সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাতজন নিহত হন।
আগামী সপ্তাহে রাজধানী ইসলামাবাদে আট সদস্যের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলার মধ্যে কয়লা খনিতে হামলার ঘটনা ঘটল।
ওই অনুষ্ঠানে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।