নগ্নতার কারণে একসময় আলোচনা আর কাটতির শীর্ষে থাকা এই ম্যাগাজিন কোভিড মহামারীর সময়ে ছাপা বন্ধ হয়ে গিয়েছিল।
Published : 13 Feb 2025, 12:52 AM
ষাট-সত্তরের দশকে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা যুক্তরাষ্ট্রের লাইফস্টাইল ম্যাগাজিন ‘প্লেবয়’ ফের মুদ্রণ সংস্করণে বাজারে এসেছে।
নগ্নতার কারণে একসময় আলোচনা আর কাটতির শীর্ষে থাকা এই ম্যাগাজিন কোভিড মহামারীর সময়ে ছাপা বন্ধ হয়ে গিয়েছিল; পাঁচ বছর পর সোমবার সেটি আবারও ছাপা হওয়ার খবর দিয়েছে শিকাগো ট্রিবিউন।
লম্বা সময় বন্ধের পর চালু হওয়া প্রথম সংখ্যাটির কভারপৃষ্ঠায় ছাপা হয়েছে ২৮ বছর বয়সী লরি হারভের বিকিনি পরা ছবি। হারভে ছাড়াও কমেডিয়ান নিকি গ্লেসারের সাক্ষাৎকার ছাপা হয়েছে এতে।
আবার ফিরে আসা নিয়ে সাময়িকীটির প্রধান সম্পাদক মাইক গাই বলেন, প্লেবয় শুধু একটা ম্যাগাজিন নয়, সাত দশক ধরে চলা একটি আন্দোলন।
“নতুন এই সংখ্যা আমাদের সমৃদ্ধ ইতিহাসকে উদযাপন করছে। ভবিষ্যতের জন্য নতুন একটি দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। নস্টালজিয়া আর নতুন উদ্ভাবনের মিশ্রণ নতুন প্রজন্মের পাঠককে অনুপ্রাণিত করছে।”
১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় বাজারে দাপিয়ে বেড়ানো এই ‘লাইফস্টাইল’ ম্যাগাজিন ২০১৬ সালে তাদের নীতি পরিমার্জন করে নগ্নতাকে বিদায় জানায়।
সেসময় প্রতিষ্ঠানটির মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, ইন্টারনেটে পর্নের ছড়াছড়ির কারণে নগ্নতা এখন সেকেলে হয়ে গেছে। সে কারণেই প্লেবয়ের মত ম্যাগাজিন বাণিজ্যিকভাবে লাভজনক নয় এখন।
সত্তরের দশকে প্লেবয়ের কাটতি ছিল প্রায় ৫৬ লাখ, যা ২০১৬ সালে সাত লাখে নেমে এসেছিল।