কীভাবে তিনি উপর থেকে পড়ে যান তা এখনো স্পষ্ট নয়।
Published : 17 Oct 2024, 01:03 PM
আর্জেন্টিনার একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন ইংলিশ-আইরিশ ব্যান্ড দল ওয়ান ডিরেকশনের সাবেক তারকা লিয়াম পেইন; তার বয়স হয়েছিল ৩১ বছর।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, জরুরি বিভাগের কর্মীরা খবর পেয়ে পালেরমোর অভিজাত এলাকার ওই হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
বিবিসি লিখেছে, ২০১০ সালে টিভি শো এক্স ফ্যাক্টরের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন পেইন। ওই ব্যন্ডের মাধ্যমে তারকাখ্যাতি পান হ্যারি স্টাইলস, লুইস টমলিসন, নিয়াল হোরান ও জায়ান মালিক।
সাবেক ব্যান্ডমেট নিয়াল হোরানের সঙ্গে চলতি মাসের শুরুতে আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নেন পেইন।
বুয়েনোস আইরেস পুলিশের তথ্য অনুযায়ী, মদ বা মাদকের প্রভাবে এক ব্যক্তির উন্মত্ত আচরণের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পুলিশ যখন হোটেলে পৌঁছায়, সেখানকার কর্মকর্তারা তাদের জানান, হোটেল প্রাঙ্গণের ভেতরে তারা ভারী পতনের শব্দ শুনেছেন। তারপর পুলিশ গিয়ে মৃতদেহ পায়। এ ঘটনায় পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
জরুরি মেডিকেল সেবা বিভাগের পরিচালক আলবার্তো ক্রিসেন্তি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, পেইন ‘গুরুতর জখম’ হন। এ ঘটনার ময়নাতদন্ত করা হবে।
পেইন ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন কি না, সেই প্রশ্নের জবাব দেননি ক্রিসেন্তি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবর সাংবাদিকদের কাছ থেকে পেয়ে তারা আর্জেন্টিনার সঙ্গে যোগাযোগ রাখছে। এর বেশি কিছু তারা আনুষ্ঠানিকভাবে বলেনি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে স্ন্যাপচ্যাটে পেইন লিখেছিলেন, “আর্জেন্টিনায় একটি সুন্দর দিন।”
পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তরা ওই হোটেলের বাইরে জটলা তৈরি করে। পরে হোটেলের প্রবেশ ফটক বন্ধ করে দেয় পুলিশ। ভক্তদের কেউ কেউ সেখানে মোমবাতি জ্বালেন।
ভায়োলেটা অ্যান্টিয়ার নামের এক তরুণ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমার বোন আমাকে লিয়ামের মৃত্যুর কথা জানায়। আমরা বিশ্বাস করতে পারিনি। ঘটনা সত্যি কি না জানতে সরাসরি এখানে এসেছি।”
অ্যান্টিয়ার বলেন, দুই সপ্তাহ আগেই তিনি নিয়াল হোরানের কনসার্টে পেইনকে দেখেছেন।
খবর শুনে ওই হোটেলে ছুটে আসা এক নারী ভক্ত কাঁদতে কাঁদতে স্প্যানিশ ভাষায় বলছিলেন, “তাকে বিদায় জানানোর এটাই আমার একমাত্র উপায়।”
শোক জানানো হচ্ছে অনলাইনেও। ‘দ্য ওয়ান্টেড’ ব্যান্ডের ম্যাক্স জর্জ বলেছেন, এক্স ফ্যাক্টরে ওয়ান ডিরেকশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সময় পেইনের সঙ্গে তার দেখা হয়েছিল।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "গত কয়েক বছর ধরে আমি তাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ উপভোগ করেছি এবং তার সাথে কিছু মূল্যবান সময় কাটিয়েছি।"
জর্জ বলেন, তার ব্যান্ডমেট টম পার্কারের মস্তিষ্কে টিউমার ধরা পড়লে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন পেইন।
২০২২ সালে ৩৩ বছর বয়সে পার্কার মারা গেলে তার শেষকৃত্যেও পেইন অংশ নেন।
যুক্তরাজ্যের ওলভারহ্যাম্পটনে জন্ম নেওয়া পেইন তারকা হওয়ার নেশায় পড়েন সেই ২০০৮ সালে, যখন তিনি আইটিভির ট্যালেন্ট শো ‘দ্য এক্স ফ্যাক্টরে’ অডিশন দিতে গিয়েছিলেন। তবে বিচারক সাইমন কাওয়েল তাকে ‘দুই বছরের মধ্যে’ ফের প্রতিযোগিতায় আসতে বলেছিলেন।
পেইন তাই করেছিলেন, ২০১০ সালে বিচারকদের আরও মুগ্ধ করেছিলেন এবং বুট ক্যাম্পের মঞ্চে আরও চারজন শিল্পীকে পেয়েছিলেন, যাদের নিয়ে গড়ে ওঠে ওয়ান ডিরেকশন।
২০১৫ সালে ব্যান্ডটি ভেঙে যাওয়ার আগে তাদের চারটি অ্যালবাম ও চারটি গান ইউকে চার্টের শীর্ষে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায় ওয়ান ডিরেকশনের গান।
পেইন ২০১৭ সালে একক গান ‘স্ট্রিপ দ্যাট ডাউন’ প্রকাশ করেন, যা ইউকে চার্টে ৩ নম্বরে উঠে আসে। এছাড়া রিটা ওরার সঙ্গে তার গাওয়া ‘ফর ইউ’ গানটি শীর্ষ দশে ওঠে।
গার্লস অ্যালাউড ব্যান্ডের তারকা শেরিল টুইডির সঙ্গে ২০১৬ সালে সম্পর্কে জড়ান পেইন। পরের বছর তাদের ছেলে ‘বিয়ার’ এর জন্ম হয়। তবে পরের বছরই বিচ্ছেদ হয় এ জুটির।
পেইনের আরেক সাবেক সঙ্গী মায়া হেনরি এ সপ্তাহের শুরুতে আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন।