সোমালিয়ায় চেক পয়েন্টে বোমা হামলা, পুলিশসহ নিহত ১০

তাৎক্ষণিকভাবে হামলার ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2024, 12:00 PM
Updated : 17 Jan 2024, 12:00 PM

সোমালিয়ার মধ্যাঞ্চলের বেলেদউইনে একটি বিস্ফোরক বোঝাই ট্রাক দিয়ে হামলার ঘটনায় পাঁচ পুলিশসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

শনিবার ভয়াবহ বিস্ফোরণের ওই ঘটনায় আশেপাশের ভবনগুলোও ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে হামলার ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি। তবে ইসলামপন্থি গোষ্ঠী আল শাবাব প্রায়ই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে আসছে। এক দশকের বেশি সময় ধরে তারা দেশটির সরকারের বিরুদ্ধে লড়ছে।

পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন বলেন, “সেনা ও বেসামরিক নাগরিকসহ এখন পর্যন্ত ১০ জনকে মৃত দেখতে পেয়েছি। আহত হয়েছেন একড জনেরও বেশি। মৃতের সংখ্যা বাড়বে।”

মধ্য সোমালিয়ার হিরান অঞ্চলের জেলা শহর বেলেদউইন। সম্প্রতি সেখানে সামরিক বাহিনীর সঙ্গে আল শাবাব গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়েছে।

পুলিশ বলছে, চেকপয়েন্টে একটি ট্রাককে থামাতে ব্যর্থ হয়ে ওই পাঁচ পুলিশ কর্মকর্তা গুলি চালিয়েছিলেন। তখন ভয়াবহ বিস্ফোরণে হতাহতের পাশাপাশি আশেপাশের ভবন ও দোকানগুলোও ধ্বংসস্তূপে পরিণত হয়।

সংবাদসূত্র: রয়টার্স 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)