ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে একটি প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
Published : 07 Dec 2024, 04:53 PM
ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া ও ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।
শুক্রবার এসব হামলা চালানো হয়েছে বলে ইউক্রেইনের ওই আঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন।
আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জাপোরিজিয়ায় একটি গাড়ি মেরামতের গ্যারেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিশাল একটি আগুনের কুণ্ডুলি সৃষ্টি হয় আর এ সময় ১০ জন নিহত হন।
স্থানীয় আরেক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় দুই শিশু সহ ২৪ জন আহত হয়েছেন।
গভর্নর জানান, এ হামলার পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে একটি প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে আর তাতে দুইজন নিহত হন।
শহরটির জরুরি পরিষেবা জানিয়েছে, এ হামলার ঘটনায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি শিশুসহ আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।