প্রায় এক সপ্তাহ ধরে বাজোমকে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এমনকী কেউ তাকে খাবার বা ওষুধ দিতেও যাচ্ছেন না।
Published : 10 Aug 2023, 10:01 PM
নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে চাল ভাজা এবং পাস্তা খেতে বাধ্য করছে ক্ষমতা দখল করা জান্তা বাহিনী। তাকে কারও সঙ্গে যোগাযোগ করতেও দেয়া হচ্ছে না বলে এক বন্ধুকে টেক্সট ম্যাসেজে জানিয়েছেন এই নেতা।
বাজোমের বন্ধুর দাবি, বাজোম তাকে বেশ কিছু টেক্সট ম্যাসেজ পাঠিয়েছেন। যেখানে তিনি বলেছেন, গত শুক্রবার থেকে ‘কোনও মানুষকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি’। কেউ তাকে এমনকি খাবার বা ওষুধও দেয়নি।
বাজোমের অনুমতিতে ওই বন্ধু সিএনএনকে এ সমস্ত বার্তার কথা জনিয়েছেন।
সেখানে বাজোম আরও লিখেছেন, গত এক সপ্তাহ ধরে তাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। যদিও নাইজারের বেশিরভাগ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রতিবেশী নাইজারের বেশিরভাগ বিদ্যুতের যোগান দেয় নাইজেরিয়া।
সেনাঅভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার জেরে নাইজেরিয়া দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।
প্রেসিডেন্ট বাজোম জানিয়েছেন, তাকে যেসব পচনশীল খাবার দেওয়া হয়েছিল তার সবই নষ্ট হয়ে গেছে। ফলে তিনি এখন বাধ্য হয়ে চাল ভাজা আর পাস্তা খাচ্ছেন।
সিএনএন জানায়, বাজোমকে জনবিচ্ছিন্ন করে রাখা হলেও তিনি বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। যদিও নাইজারের রাজধানী নিয়ামিতে আসা যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন।
কিন্তু গত সোমবার তিনি টেলিফোনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে কথা বলেছেন।
বাজোম সরকারের প্রধানমন্ত্রী ওহুমুদু মোহাম্মদু ফ্রেঞ্চ টিভি কে বলেছেন, ‘বিপর্যয়কর পরিস্থিতিতে’ থাকার পরও প্রেসিডেন্ট মনোবল ধরে রেখেছেন; ভেঙ্গে পড়েননি।
“তিনি এখনো চলমান রাজনৈতিক সংকটের কূটনৈতিক সমাধান আশা করছেন। যদিও সে আশা ফিকে হওয়া শুরু করেছে।”
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী নুল্যান্ড সোমবার প্রায় দুই ঘণ্টা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শীর্ষ সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। উভয়পক্ষের মধ্যে ‘অত্যন্ত খোলামেলা এবং মাঝে মাঝে কঠোর ভাষায় কথা হয়েছে’ বলেও জানায় সিএনএন।
পরদিন মঙ্গলবার নিয়ামিতে জান্তা বাহিনী, যুক্তরাষ্ট্রের পাঠানো প্রতিনিধি দল এবং ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস) এর মুখোমুখি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সংক্ষিপ্ত নোটিসে বৈঠক বাতিল করা হয়।
পরে এক চিঠিতে জান্তা নেতৃত্ব থেকে বলা হয়, ‘নাইজারের বিরুদ্ধে আগ্রাসনের হুমকির এই পরিবেশে’ বৈঠকটি স্থগিত করা ‘প্রয়োজনীয়’ ছিল।
যদিও টেলিভিশনে প্রধানমন্ত্রী মোহাম্মদু বলেছেন, জান্তা বাহিনী ইসিওডব্লিউএএস-র সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী।
ওই অঞ্চল থেকে ইসিওডব্লিউএএস-র নেতৃত্বে নাইজারের সংকট সমাধানের চেষ্টা চলছে।
ইসিওডব্লিউএএস এর নেতারা নাইজারের সংকট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বৈঠক করবেন বলে জানা গেছে। তবে তাদের বৈঠকের মূল এজেন্ডা কী তা পরিষ্কার হওয়া যায়নি।
এর আগে ইসিওডব্লিউএএস থেকে নাইজারের ক্ষমতা দখলকারী জান্তা বাহিনীকে প্রেসিডেন্ট বাজোমকে মুক্তি দিয়ে তার হাতে ক্ষমতা তুলে দিতে সময় বেঁধে দিয়েছিল। নতুবা সামরিক হস্তক্ষেপ করা হতে পরে বলে হুমকি দেওয়া হয়।
ইসিওডব্লিউএএস-র ওই আল্টিমেটাম উড়িয়ে দিয়ে জান্তা বাহিনী উল্টে বলেছে, যেকোনো ধরণের সামরিক হস্তক্ষেপ প্রতিহত করতে তাদের বাহিনীগুলো প্রস্তুত আছে।
ইসিওডব্লিউএএস থেকে জবাবে বলা হয়, তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা তারা বিবৃতির মাধ্যমে জানিয়ে দেবেন।
সেই সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবারের বৈঠক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।