দেশ পুনর্গঠন ও ক্ষতিপূরণে রাশিয়ার জব্দ সম্পদ ব্যবহার করবে কিইভ

ইউক্রেইনের প্রধানমন্ত্রী দেনিস শমিহাইল জানিয়েছেন, এ নিয়ে একটি পদ্ধতি প্রণয়ণ করতে মিত্রদের সঙ্গে কাজ করছে কিইভ সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 04:30 AM
Updated : 6 March 2023, 04:30 AM

দেশ পুনর্গঠন ও ইউক্রেইনীয়দের ক্ষতিপূরণ দিতে রাশিয়ার ব্যাংকগুলো থেকে জব্দ করা ৪৬ কোটি ডলারেরও বেশি মূল্যমানের সম্পদ ব্যবহার করার পরিকল্পনা করছে কিইভ।

শনিবার লভিভে এক সম্মেলনে একথা জানিয়েছেন ইউক্রেইনের প্রধানমন্ত্রী দেনিস শমিহাইল, খবর সিএনএনের।  

ওই সম্মেলন নিয়ে ফেইসবুকে করা এক পোস্টে শমিহাইল বলেন, ইউক্রেইনীয় নাগরিক ও তাদের সমাজকে রাশিয়ার আক্রমণের ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য বাজেয়াপ্ত করা সম্পদ ব্যবহারের কার্যপ্রণালী তৈরি করছে ইউক্রেইন।

আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে একটি পদ্ধতি প্রণয়ণ করতে মিত্রদের সঙ্গে কাজ করছে কিইভ সরকার, ইউক্রেইনীয়দের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তা নির্ধারণ করতে এটি সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

এই পদ্ধতিতে যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির একটি আন্তর্জাতিক রেজিস্ট্রার অন্তর্ভুক্ত করা হবে আর একটি কমিশন ক্ষতিপূরণের জন্য জানানো আবেদনগুলো বিবেচনা করবে এবং একটি তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ইউক্রেইন তার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো ও দুর্বল হয়ে পড়া অন্য খাতগুলোকে দ্রুত পুনরুদ্ধার করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পাওয়া শত শত কোটি ডলার কাজে লাগাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

কিইভ আশা করছে, এক্ষেত্রে জাপান ও নরওয়ে থেকে অতিরিক্ত আরও সাহায্য পাওয়া যাবে।

আরও খবর:

Also Read: ইউক্রেইনে বেলচা নিয়ে লড়ছে রুশ রিজার্ভ সেনারা: যুক্তরাজ্য