ক্রোয়েশিয়ায় পোলিশ তীর্থযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের ৩১ জনের মধ্যে ১৮ জনের আঘাত গুরুতর। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2022, 11:38 AM
Updated : 6 August 2022, 11:38 AM

ক্রোয়েশিয়ায় পোল্যান্ডের তীর্থযাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে ১২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ১৮ জনের আঘাত গুরুতর বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তীর্থযাত্রী দিয়ে ভরা বাসটি ক্রোয়েশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ভারাজদিনের নিকটবর্তী একটি মহাসড়কের বাঁকে রাস্তা থেকে ছিটকে গিয়ে সড়ক বেষ্টনির সঙ্গে ধাক্কা খায়।

পুলিশ জানিয়েছে, বাসটি রাজধানী জাগ্রেবের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে ব্রেজনিস্কি হুমের কাছে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে পুলিশ, দমকল কর্মী ও মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।

পোল্যান্ডের বেসরকারি গণমাধ্যম টিভিএনটুয়েন্টিফোরকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “হতাহতরা সবাই পোল্যান্ডের নাগরিক। বাসটিতে ওয়ারশর রেজিস্ট্রেশন প্লেট আছে।”

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাভর বোজিনোভিচ সাংবাদিকদের জানিয়েছেন, বাসটির যাত্রীরা সবাই পূর্ণবয়স্ক তীর্থযাত্রী, তারা বসনিয়ার দক্ষিণাঞ্চলে মেদুযোগিয়ের রোমান ক্যাথলিক মঠে যাচ্ছিল।

দুর্ঘটনার কারণ বের করতে একটি তদন্ত শুরু করা হয়েছে।