চীনে ইঁদুর মারার বিষ ও কীটনাশক মিশ্রিত ঘোল খেয়ে প্রাথমিক বিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 21 Dec 2013, 09:38 AM
শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
দেশটির মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের লোউদি শহরে এ ঘটনা ঘটেছে। শিশুদের মধ্যে বিতরণের আগে ওই ঘোলে বিষ মেশানোর কথা স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এক নারী।
সিনহুয়া জানিয়েছে, ওই নারী মানসিক বৈকল্যে ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।
অসুস্থ হয়ে পড়া শিশুদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলেও তাদের জীবন নিয়ে সংশয় নেই বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।