শনিবার উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তি

আগামী শনিবার বিশ্বব্যাপী প্রতিষ্ঠার দশম বর্ষপূর্তি উদযাপন করবে বহুভাষিক মুক্ত অনলাইন বিশ্বকোষ 'উইকিপিডিয়া'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2011, 02:48 AM
Updated : 13 Jan 2011, 02:48 AM
নিউ ইয়র্ক, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী শনিবার বিশ্বব্যাপী প্রতিষ্ঠার দশম বর্ষপূর্তি উদযাপন করবে বহুভাষিক মুক্ত অনলাইন বিশ্বকোষ 'উইকিপিডিয়া'।
১৫ জানুয়ারী বিশ্বব্যাপী ১০৪টি দেশের তিনশ'রও বেশী শহরে এই বর্ষপূতি উদযাপিত হবে।
২০০১ সালের ১৫ জানুয়ারি সান ফ্রান্সিসকোভিত্তিক এই অলাভজনক ইন্টারনেট বিশ্বকোষটির কার্যক্রম শুরু হয়।
এটি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে বড় বিশ্বকোষ।
অনলাইন এই বিশ্বকোষটিতে বিশ্বের ২৭০টি ভাষার প্রায় ২ কোটি তথ্যভিত্তিক নিবন্ধ রয়েছে।
বিশ্বব্যাপী ৪১ কোটি মানুষ প্রতিমাসে এই বিশ্বকোষটি ব্যবহার করে বলে জানায় উইকিপিডিয়া কর্তৃপক্ষ।
বিশ্বে এটি পঞ্চম সর্বাধিক ব্যবহৃত ওয়েবসাইট।
আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী উইকিপিডিয়ার ব্যবহারকারীর সংখ্যা ১শ' কোটিতে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানান বিশ্বকোষটির পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন'র নির্বাহী পরিচালক স্যু গার্ডনার।
একই সাথে প্রতিষ্ঠানটির অলাভজনক অবস্থানও বজায় থাকবে বলে জানান তিনি।
উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি এসব কথা বলেন।
ওই সাক্ষাৎকারে তিনি বলেন,"আমরা বিনিয়োগ, মূল্যায়ন বা শেয়ার মার্কেটের জগতে যাবো না। আমরা কখনো এসব নিয়ে কথা বলিনি, আমরা কখনো এগুলো নিয়ে চিন্তাই করিনি।"
বর্তমানে কার্যক্রম পরিচালনার জন্য ব্যয় হওয়া বার্ষিক প্রায় ২ কোটি ডলারের পুরোটাই প্রায় দাতাদের অনুদান থেকে আসে।
আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী উইকিপিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ১শ' কোটিতে উন্নীত করার লক্ষ্যে যেতে কর্তৃপক্ষ এ বছর ভারত এবং অন্যান্য উন্নয়নশীল দেশকে বেছে নিয়েছে।
ভারতের পর ব্রাজিল এক্ষেত্রে তাদের পরবর্তী লক্ষ্য।
তবে, চীনে উইকিপিডিয়ার কোনো কার্যক্রম নেই।
এ ব্যাপারে গার্ডনার জানান, চীন বিশ্বকোষের তথ্য সেন্সর করবে না উইকিপিডিয়া কর্তৃপক্ষ এ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত চীনকে অপেক্ষায় থাকতে হবে।
বিশ্বকোষটি সমৃদ্ধ করার জন্য বিশ্বব্যাপী প্রায় ১ লাখ লোক বিনা পারিশ্রমিকে কাজ করছে, গার্ডনারের ভাষায়,"এটি অভূতপূর্ব অভিজ্ঞতা"।
উইকিপিডিয়ার ইংরেজি ভাষা বিভাগে প্রায় ১ কোটি ৭০ লাখ তথ্যভিত্তিক নিবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে। আর প্রতিদিন নতুন আরো ১১শ' নিবন্ধ যুক্ত হচ্ছে।
যে কেউ বিশ্বকোষটিতে নিবন্ধ লিখতে ও সম্পাদনা করতে পারে।
২০০৬ সালের নেচার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, নির্ভুলতায় এই বিশ্বকোষটি প্রায় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সমকক্ষ।
গার্ডনার মন্তব্য করেছেন, "সময়ের সাথে সাথে আমাদের ওপর মানুষের আস্থা বাড়ছে"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৭ ঘ.