ডেনমার্কে শপিংমলে গুলি: বন্দুকধারীর বিরুদ্ধে হত্যা মামলা

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিংমলে গুলি করে তিনজনকে খুনের ঘটনায় আটক ২২ বছরের তরুণের বিরদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 03:19 PM
Updated : 4 July 2022, 03:19 PM

রোববারের ওই হামলায় ডেনমার্কের ১৭ বছর বয়সের দুইজন এবং ৪৭ বছর বয়সের একজন রুশ নাগরিক নিহত হয়েছেন।

পুলিশ বলেছে, সন্দেহভাজন ব্যক্তি মনরোগে ভুগছেন। এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ নেই। পুলিশ জানায়, ‘‘একটি রাইফেল ও একটি ছুরি নিয়ে ওই তরুণ শপিংমলে হামলা করে। সে এলোপাতাড়ি গুলি ছুড়েছে।”

ডেনমার্কের সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার ওই তরুণকে আদালতে উপস্থাপন করা হয়। সে সময় তার গায়ে নীল রঙের টি-শার্ট ছিল।

বিবিসি জানায়, সন্দেহভাজন তরুণের আইনজীবীরা মিডিয়ার সামনে তার পক্ষে আবেদন করতে অস্বীকৃতি জানালে বিচারক রুদ্ধদ্বার শুনানি শুরুর নির্দেশ দেন।

সন্দেহভাজন তরুণ এবং যারা হতাহত হয়েছেন তাদের কারো নাম গণমাধ্যমে প্রকাশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেন বিচারক। পুলিশের ধারণা, ওই তরুণ একাই এ ঘটনা ঘটিয়েছেন। তাকে অন্য কেউ সাহায্য করেনি।

এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের দুইজন ৪০ ও ১৯ বছর বয়সের ডেনমার্কের দুই নারী। অন্য দুইজন সুইডেনের নাগরিক (৫০ বছরের পুরুষ এবং ১৬ বছরের নারী)।