বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2022, 10:05 AM
Updated : 3 July 2022, 10:05 AM

রোববার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ডন।

দুর্ঘটনায় পড়া বাসটি ৩০ জনের বেশি যাত্রীকে নিয়ে ইসলামাবাদ থেকে কোয়েটা যাচ্ছিল।

টেলিভিশনের ফুটেজে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদেরকে রক্তাক্ত যাত্রীদের সহায়তা করতে দেখা গেছে। আরেক দৃশ্যে বাসটির ধ্বংসাবশেষেরও দেখা মিলেছে।

শেরানি এলাকার সহকারী কমিশনার মেহতাব শাহ ডনকে বলেছেন, দ্রুতগতিতে চলা বাসটি দানা সারের কাছে গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়েই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে আসে। মৃতদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাদের শনাক্ত করার কাজ চলছে, বলেছেন শাহ।

ঝোবের বেসামরিক হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড. নুরুল হক বলেছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহাবাজ শরীফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেনজো বাস খাদে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।