পারস্য উপসাগরে গ্রিসের ২ জাহাজ জব্দ করেছে ইরান
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2022 01:37 PM BdST Updated: 28 May 2022 02:19 PM BdST
-
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ এভিয়ার উপকূলের কাছে ইরানের পতাকাবাহী ট্যাংকার পেগাস ট্যাংকার। ছবি: রয়টার্স
গ্রিসের উপকূলে আটক করা একটি ট্যাংকারের ইরানি তেল যুক্তরাষ্ট্র বাজেয়াপ্ত করায় পাল্টা পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগরে গ্রিসের দুটি জাহাজ জব্দ করেছে ইরান।
‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হবে, তেহরান এমন সতর্কতা জানানোর কিছুক্ষণ পর শুক্রবার ইরানি বাহিনীগুলো ওই দুটি জাহাজ জব্দ করে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনী বলেছে, “আজ রেভল্যুশনারি গার্ড নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমায় লঙ্ঘনের দায়ে দুটি গ্রিস ট্যাংকার জব্দ করেছে।”
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে রেভল্যুশনারি গার্ডস ওই তথ্য জানালেও আর বিস্তারিত বা কী লঙ্ঘন করেছে সে বিষয়ে কিছু জানায়নি।
গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাওয়ার সময় গ্রিসের পতাকাবাহী জাহাজ ডেল্টা পোসেইদনে ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টার এসে নামে আর ক্রুদের জিম্মি করে, তাদের মধ্যে দুইজন গ্রিসের নাগরিক।
ইরানের কাছে গ্রিসের পতাকাবাহী আরেকটি নৌযানেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা, তবে জাহাজটির নাম জানায়নি।
উভয় ঘটনাতেই আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ গ্রিসের। দেশটি জানিয়েছে, নিজেদের মিত্রদের জানানোর পাশাপাশি এথেন্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছেও অভিযোগ জানানো হয়েছে।
ডেল্টা পোসেইদনের পরিচালনা কোম্পানি গ্রিসভিত্তিক ডেল্টা ট্যাংকারের মন্তব্য নেওয়ার জন্য তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে গত মাসে নিজেদের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ এভিয়ার উপকূলের কাছে ইরানের পতাকাবাহী পেগাস ট্যাংকার জব্দ করে গ্রিসের কর্তৃপক্ষ। সঙ্গে জাহাজটিতে থাকা রাশিয়ার ১৯ জন ক্রুকেও আটক করে।
পরে যুক্তরাষ্ট্র জাহাজটিতে থাকা ইরানি তেল বাজেয়াপ্ত করে ওই কার্গো আরেকটি জাহাজে তুলে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করে, বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
পরে পেগাস ট্যাংকারটিকে ছেড়ে দেওয়া হলেও এ ঘটনা বিদ্যমান উত্তেজনায় আরও ইন্ধন যোগায়। আর এমন এক সময়ে ঘটনাটি ঘটে যখন বিশ্ব শক্তিগুলো ইরানের সঙ্গে থাকা পারমাণবিক চুক্তিটি আবার পুনরুজ্জীবিত করতে চাইছে। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে এই চুক্তিটি বর্জন করেছিল ওয়াশিংটন।
শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্পর্কিত নূর নিউজ টুইটারে বলেছে, “গ্রিসের সরকার কর্তৃক ইরানের ট্যাংকার জব্দ করার ও ইরানের তেল আমেরিকায় পাঠিয়ে দেওয়ার পর ইরান গ্রিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
তবে তারা কী ধরনের ব্যবস্থা নেবে তা জানায়নি।
ইউক্রেইনে আক্রমণ শুরু করার আগে রাশিয়ার প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত প্রমসুয়েজব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞার আওতায় ওয়াশিংটন যে পাঁচটি নৌযানকে তালিকভুক্ত করে পেগাস ছিল তাদের একটি।
পেগাস ট্যাংকারের কার্গো বাজেয়াপ্ত করা হয়েছে কিনা তা পরিষ্কার হয়নি, কারণ ওই তেল ইরানের আর ওই ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার কারণে। ইরান ও রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের পৃথক নিষেধাজ্ঞা আরোপ করা আছে।
পরে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম একটি অনামা সূত্রকে উদ্ধৃত করেছে, যেখানে বলা হয়েছে, “পারস্য উপসাগরে গ্রিসের ১৭টি জাহাজ আছে, দেশটি যদি তাদের ক্ষতিকর আচরণ অব্যাহত রাখে তাহলে রেভল্যুশনারি গার্ড সেগুলোও জব্দ করতে পারে।”
-
লুহানস্কের শেষ ঘাঁটিও হারানোর শঙ্কায় ইউক্রেইন
-
নাইজেরিয়ায় অপহৃতদের উদ্ধারে গিয়ে ৩০ সৈন্য নিহত
-
কেন্টাকিতে ‘নিখাদ নরকে’ গুলিতে ৩ পুলিশ নিহত
-
গর্ভপাত করাতে রাজ্য ছাড়তে হলে সুরক্ষা দেবে বাইডেন সরকার
-
ইউক্রেইনকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র
-
বিচ্ছেদ চান রুপার্ট মারডকের চতুর্থ স্ত্রী
-
ভারতে হিন্দু দর্জি হত্যার ২ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
-
লিবিয়ায় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হানা
-
লুহানস্কের শেষ ঘাঁটিও হারানোর শঙ্কায় ইউক্রেইন
-
নাইজেরিয়ায় অপহৃতদের উদ্ধারে গিয়ে ৩০ সৈন্য নিহত
-
কেন্টাকিতে ‘নিখাদ নরকে’ গুলিতে ৩ পুলিশ নিহত
-
ইউক্রেইনকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র
-
বিচ্ছেদ চান রুপার্ট মারডকের চতুর্থ স্ত্রী
-
গর্ভপাত করাতে রাজ্য ছাড়তে হলে সুরক্ষা দেবে বাইডেন সরকার
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ