রাশিয়া ‘আগে কখনও দেখেনি এমন নিষেধাজ্ঞা’ দিতে প্রস্তুত ইইউ
Published: 24 Jan 2022 07:17 PM BdST Updated: 24 Jan 2022 07:17 PM BdST
ইউক্রেইনে হামলা চালালে রাশিয়ার ওপর এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তুত যেমনটি ‘আগে কখনও দেখেনি’ মস্কো।
সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন।
ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়া লাখখানেক সেনা মোতায়েনের পর থেকেই উত্তেজনা বেড়েছে। পশ্চিমাদের আশঙ্কা, ইউক্রেইনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো; যার উদ্দেশ্য হচ্ছে, নেটো জোটে ইউক্রেইনের অন্তর্ভুক্তি ঠেকানো।
তবে রাশিয়া বরাবরই এ ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।
ডেনমার্র্কের পররাষ্ট্রমন্ত্রী জুপ্পে কফোড সাংবাদিকদের বলেন, “রাশিয়া আবার ইউক্রেইনে হামলা চালালে আমরা ব্যাপক এবং রাশিয়া আগে কখনও দেখেনি এমন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত আছি এতে কোনও সন্দেহ নেই।”
তবে এই নিষেধাজ্ঞার আওতায় কোন কোন খাত পড়বে সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি। জুপ্পে বলেন, “রাশিয়ার (প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) জানা উচিত যে, ইউরোপে সীমান্ত পরিবর্তনের জন্য উস্কানি এবং সামরিক শক্তি ব্যবহার করলে এর মূল্য খুবই চড়া হবে… আমরা সবচেয়ে মারাত্মক নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত। আর এই নিষেধাজ্ঞা ২০১৪ সালে আরোপিত নিষেধাজ্ঞার চেয়েও মারাত্মক হবে।”
২০১৪ সালে রাশিয়া ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেওয়ার পর ইইউ এবং যুক্তরাষ্ট্র দুয়ে মিলে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল রাশিয়ার জ্বালানি, ব্যাংকিং এবং প্রতিরক্ষা খাত।
যুক্তরাষ্ট্রের সেনেটের ডেমোক্র্যাটরা রাশিয়ার কর্মকর্তা, সামরিক নেতা এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে শাস্তির মুখে ফেলতে একটি বিল উত্থাপন করেছেন। ওদিকে, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব বিকল্পই হাতে আছে।
অন্যদিকে, লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জেন অ্যাসেলবর্ন বলেছেন, “যুদ্ধ যাতে শুরু না হয় সেজন্য আমরা যা কিছু করতে পারি তা করার জন্য প্রস্তুত আছি।”
-
ধীর-স্থিরভাবে এগিয়ে রুশ বাহিনী ‘লুহানস্ক দখলের পথে’
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
-
নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
-
ইউক্রেইনের আগে নিজেদের স্কুল নিরাপদ করুন: ট্রাম্প
-
ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে দেশত্যাগে বাধা
-
বার্থডে পার্টি লক্ষ্য করে গুলির সময় বন্দুকধারী মরলেন নারী পথচারীর গুলিতে
-
ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
-
ধীর-স্থিরভাবে এগিয়ে রুশ বাহিনী ‘লুহানস্ক দখলের পথে’
-
নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
-
ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে দেশত্যাগে বাধা
-
ইউক্রেইনের আগে নিজেদের স্কুল নিরাপদ করুন: ট্রাম্প
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম