আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৬

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। শনিবার একটি মিনিভ্যান থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 05:34 PM
Updated : 22 Jan 2022, 05:34 PM

হেরাত কমান্ডার মাওলাইয়ি আনসারি বার্তা সংস্থা রয়েটার্সকে বলেন, বিস্ফোরণে অন্তত নয় জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক হেরাতের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গণপরিহন হিসেবে ব্যবহৃত একটি ভ্যানগাড়িতে বিস্ফোরণটি ঘটে; আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

গত বছর ১৫ অগাস্ট তালেবানের ক্ষমতা দখলের পর পুরো আফগানিস্তান জুড়ে একের পর এক বিস্ফোরণ ও হামলা সংগঠিত হচ্ছে। ওই সব হামলার অধিকাংশের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

তাছাড়া, পশ্চিমা দেশুগুলোর নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে; এই হামলা নতুন প্রশাসনের নিরাপত্তা পরিস্থিতিকেও খারাপ করে তুলতে পারে বলে মনে করছে রয়টার্স।