আফগান সীমান্তের কাছে উজবেকিস্তান-কাজাখস্তান মহড়া

আফগানিস্তানের উজবেক সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়েছে উজবেকিস্তান এবং কাজাখস্তান। কোনও রকম আগ্রাসনের জবাব দেওয়ার অনুকরণ করে চালানো হয়েছে এ মহড়া।

>>রয়টার্স
Published : 24 Nov 2021, 01:55 PM
Updated : 24 Nov 2021, 01:55 PM

উজবেকিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে।

আফগানিস্তানে তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল দখলের পর থেকে সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েক দফায় সামরিক মহড়া চালিয়েছে মধ্য এশিয়ার দেশগুলো। আবার একইসঙ্গে বেশিরভাগ দেশই নতুন আফগান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথে এগিয়েছে।

এ সপ্তাহে উজবেক-কাজাখ সামরিক মহড়া চলেছে আফগানিস্তানের উজবেক সীমান্ত সংলগ্ন তেরমেজ এলাকায়। এতে অংশ নেয় ৩শ সেনা, ৫০ টি যান, জঙ্গি বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং সেইসঙ্গে ছিল কামানও। উজবেক মন্ত্রণালয় একথা জানিয়েছে।

উজবেকিস্তান এবং কাজাখস্তান সাবেক সোভিয়েত অঞ্চলের সবচেয়ে বড় দেশ। রাশিয়া এবং চীনের সঙ্গে দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে।