কোভিড: চতুর্থ ঢেউ ঠেকাতে কঠোর পদক্ষেপের আহ্বান মের্কেলের

জার্মানিতে কোভিড সংক্রমণ ঠেকাতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা যথেষ্ট নয় উল্লেখ করে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল তার কনজারভেটিভ পার্টি ‘সিডিইউ’ নেতাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন।

>>রয়টার্স
Published : 22 Nov 2021, 05:22 PM
Updated : 22 Nov 2021, 05:22 PM

“আমরা খুবই নাটকীয় পরিস্থিতির মধ্যে আছি। বর্তমান যেসব পদক্ষেপ আছে তা যথেষ্ট নয়।” এক বৈঠকে সিডিইউ নেতাদের এমন কথাই বলেছেন মের্কেল। বৈঠকে অংশ নেওয়া দুইজন একথা জানিয়েছেন।

কোভিড সংক্রমণের হার, দৈনিক মৃতের সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে জার্মানিতে ৷ বিশেষ করে বয়স্ক এবং শিশুদের মধ্যে।

দেশটির ৭৯ শতাংশ বয়স্ক মানুষ দুই ডোজ কোভিড টিকা নিয়েছে। কিন্তু মাত্র ৭ দশমিক ৫ শতাংশ মানুষ এ পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছে। যেসব জায়গায় হাসপাতালে কোভিড রোগী বেড়ে যাচ্ছে সে সব স্থানে সংক্রমণ মোকাবেলায় কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

কিন্তু মের্কেল বলছেন, এইসব পদক্ষেপ কিংবা টিকা বেশি নেওয়াটাই যথেষ্ট নয়। তিনি জার্মানির ১৬ টি ফেডারেল রাজ্যকে বুধবারের মধ্যে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন।

প্রতিবেশী দেশ অস্ট্রিয়া সোমবার থেকেই পূর্ণ লকডাউনে গেছে এবং জার্মানির ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেছেন শুক্রবারেই সতর্ক করে বলেছিলেন, জার্মানিও একই পথে হাঁটতে পারে।

জার্মানিতে সোমবার ৩০ হাজার ৬৪৩ জনের নতুন কোভিড শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৬২ জন।