জেরুজালেমের পুরনো শহরে গোলাগুলিতে নিহত ২, আহত ৩

জেরুজালেমের পুরনো শহরে এক ফিলিস্তিনির গুলিতে এক ব্যক্তি নিহত ও তিন জন আহত হওয়ার পর ইসরায়েলি পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীরও মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 09:26 AM
Updated : 21 Nov 2021, 09:26 AM

রোববার আল আকসা মসজিদ কম্পাউন্ডের একটি গেইটের কাছে ঘটনাটি ঘটেছে বলে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের মধ্যে এ নিয়ে জেরুজালেমে দ্বিতীয় হামলার ঘটনা ঘটল। 

ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পূর্ব জেরুজালেমের বাসিন্দা ওই ফিলিস্তিনি একটি সাবমেশিনগান নিয়ে হামলাটি চালিয়েছে। সে যাদের গুলি করেছে তাদের মধ্যে দুই জন বেসামরিক ছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত অপর দুই জন পুলিশ।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জেরুজালেমের পুরনো শহর ও পূর্ব জেরুজালেমের অন্যান্য অংশ দখল করে নেয়। তারপর দখলকৃত এলাকাগুলো নিজেদের সীমানাভুক্ত করে নিলেও বিশ্ব সম্প্রদায় তা মেনে নেয়নি।

ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী করতে চায়। অপরদিকে ইসরায়েলে ভাষ্য, পুরো জেরুজালেম শহর তাদের ‘চিরন্তন ও অভিভাজ্য’ রাজধানী।