কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় বেইজিং ম্যারাথন স্থগিত করল চীন

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকার মধ্যে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত করেছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 10:08 AM
Updated : 25 Oct 2021, 10:08 AM

নতুন প্রাদুর্ভাবের আরও বিস্তার ঘটতে পারে, দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা এমন সতর্কতা জানানোর পর এ সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে বিবিসি।

এ পর্যন্ত ১১টি প্রদেশেজুড়ে ১৩৩ জনেরও বেশি নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে চীন। এদের সবাই করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টায় আক্রান্ত বলে জানা গেছে।

চলতি বছরের অগাস্টে নানজিংয়ের পর থেকে এটিকে দেশটিতে হওয়া সবচেয়ে বড় প্রাদুর্ভাব বলে বিবেচনা করা হচ্ছে।

এই ঘটনায় করোনাভাইরাসের বিষয়ে চীনের ‘জিরো-টলারেন্স’ নীতির সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে ২০২২ এর শীতকালীন অলিম্পিক পর্যন্ত। 

১৯৮১ সাল থেকে প্রতিবছর আয়োজিত বেইজিং ম্যারাথন চীনের সবচেয়ে বড় স্থানীয় ক্রীড়া ইভেন্ট।

ঐতিহ্যগতভাবে তিয়ানআনমেন স্কয়ার থেকে শুরু হয়ে এই দৌঁড় প্রতিযোগিতা বেইজিং অলিম্পিক পার্কের সেলিব্রেশন স্কয়ারে গিয়ে শেষ হয়। 

সূচী অনুযায়ী ৩১ অক্টোবর হওয়ার কথা থাকা এই ম্যারাথনে প্রায় ৩০ হাজার লোক অংশ নিতো বলে ধারণা করা হচ্ছিল।

ম্যারাথন আয়োজকরা বলেছেন, “বেশিরভাগ দৌঁড়বিদ, কর্মী ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও সুরক্ষা কার্যকরভাবে রক্ষা করতে এবং মহামারী ছড়িয়ে পড়ার ঝুঁকি রোধ করতে ইভেন্টটি স্থগিত করা হয়েছে।”

স্থানীয় ট্যুর গ্রুপগুলোর বিভিন্ন প্রদেশ ও শহরে ভ্রমণের মধ্য দিয়ে এবারের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাদুর্ভাব সামাল দিতে ভ্রমণ নিষেধাজ্ঞা, পরীক্ষা ও সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে চীন।

কঠোর লকডাউন, গণ পরীক্ষা ও গণ টিকাদানের মাধ্যমে ‘জিরো-কোভিড’ কৌশল বজায় রেখেছে চীন। তারপরও সম্প্রতি দেশটির কোথাও কোথাও স্থানীয়ভাবে ছড়ানো প্রাদুর্ভাব দেখা গেছে।

শনিবার পর্যন্ত চীনের জনসংখ্যার প্রায় ৭৫ দশমিক ছয় শতাংশ বা ১০৬ কোটি ৮০ লাখ লোকের করোনাভাইরাস টিকার দুটি ডোজ নেওয়া সম্পন্ন হয়েছে।