জাপানে বৌদ্ধ দেবীর মূর্তিকে পরানো হল মাস্ক

জাপানে করোনাভাইরাস মহামারী অবসানের প্রার্থনায় এক বৌদ্ধ দেবীর মূর্তিকে পরানো হয়েছে মাস্ক। বিশাল মূর্তির জন্য বিশেষভাবে তৈরি বৃহৎআকৃতির এই মাস্ক পরাতে চারজন শ্রমিকের সময় লেগেছে তিন ঘণ্টা।

>>রয়টার্স
Published : 17 June 2021, 12:33 PM
Updated : 17 June 2021, 05:26 PM

ফুকুশিমায় ‘হৌকোকুজি আইজু বেটসুইন’ বৌদ্ধ মন্দিরে করুণার দেবী ক্যাননের শ্বেত মূর্তির মুখে মাস্কটি পরাতে দড়ি বেয়ে ১৮৭ ফুট উঁচুতে উঠতে হয়েছে।

গোলাপি নেটের কাপড় দিয়ে বানানো হয়েছে দেবী ক্যাননের এই মাস্ক। প্রায় ১৬ ফুট প্রস্থের ও ১৩ ফুট দৈর্ঘ্যের মাস্কটির ওজন হয়েছে প্রায় ৩৫ কেজি।

মূর্তিটি বানানো হয়েছে প্রায় ৩৩ বছর আগে। মূর্তির মাঝখানে আছে একটি প্যাঁচানো সিঁড়িঘর, যা বেয়ে সেটির নিচ থেকে কাঁধ পর্যন্ত ওঠা যায়।

মূর্তিটির কোলে রয়েছে একটি শিশু। অনুসারীরা নবজাতকের জন্য প্রার্থনা চাইতে ফুকুশিমার এই দেবী মূর্তির কাছে যান।

মন্দিরের ম্যানেজার তাকাওমি হরিগানে জানান, ফেব্রুয়ারির এক ভূমিকম্পের পরে পুনঃনির্মানের কাজ করার সময় কর্মচারীরাই মাস্ক পরানোর এই বুদ্ধি নিয়ে তার কাছে আসে।

জাপানে করোনাভাইরাস মহামারীর প্রকোপ ‘হাতের নাগালে’ আসার আগ পর্যন্ত মূর্তিকে এই মাস্ক তারা পরিয়ে রাখবেন বলে জানান হরিগানে।