ক্রিমিয়ায় বড় ধরনের রুশ সামরিক মহড়া

ক্রিমিয়া এবং কৃষ্ণসাগরে বড় ধরনের সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে রাশিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 02:51 PM
Updated : 22 April 2021, 02:51 PM

এ মহড়ায় ১০ হাজারেরও বেশি সেনা সদস্য এবং ৪০টিরও বেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স।

ইউক্রেইনের সাথে রাশিয়ার সীমান্ত এলাকায় সামরিক শক্তি বাড়ানোর পর থেকেই সতর্কতা বাড়িয়েছিল ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো। 

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপের দখল নেয় রাশিয়া। আর ওই উপদ্বীপে নিজেদের অধিকার ফেরত চাইছে কিয়েভ।