চীনকে ‘গোপন তথ্য সরবরাহ’, রুশ নাগরিকের কারাদণ্ড

চীনের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2021, 06:23 PM
Updated : 25 Feb 2021, 06:23 PM

বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

ভ্লাদিমির ভাসিলিয়েভ নামে ৫২ বছর বয়সী ওই ব্যক্তিকে ২০১৯ সালের অগাস্টে রাশিয়ার পূর্বাঞ্চলীয় সাইবেরিয়ান জাবায়কালস্কি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এলাকাটি মঙ্গোলিয়া ও চীন থেকে খুবই কাছে।

ভাসিলিয়েভের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল, তিনি দোষ স্বীকার করে নিয়েছেন বলে তাসের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গোপনীয় তথ্য সংক্রান্ত বিষয় থাকায় রুদ্ধদ্বার এ বিচার প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ভাসিলিয়েভ রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করেন এবং পরে তা চীনের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেন।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের মধ্যে অনেক বিষয়ে মিত্রতা দেখা গেলেও দুই দেশের মধ্যে এখনও যে নানান ক্ষেত্রে প্রতিযোগিতা এবং অবিশ্বাস আছে, ভাসিলিয়েভের মামলাটি তারই ইঙ্গিত দিচ্ছে, বলছেন পর্যবেক্ষকরা।

বেইজিংকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে মস্কো গত বছর এক বিজ্ঞানীর বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে; অক্টোবরে আরেক বিজ্ঞানীকে আটক করা হয় চীনের কাছে প্রযুক্তি সরবরাহের অভিযোগে।