তীব্র শীতে বিপর্যস্ত টেক্সাস, মেক্সিকো

তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস ও মেক্সিকোর উত্তরাঞ্চলের ৬০ লাখের বেশি মানুষকে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাতে হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 11:35 AM
Updated : 16 Feb 2021, 11:35 AM

আচমকা এ ঠাণ্ডায় এখন পর্যন্ত টেক্সাসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজ্যটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা মাইনাস ২ থেকে মাইনাস ২৮ ডিগ্রির মধ্যে নেমে আসায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে টেক্সাসের ৪১ লাখ ১৩ হাজার ৭০১ জন বাসিন্দা বিদ্যুতের বাইরে ছিলেন বলে জানিয়েছে পাওয়ার আউটেজ ডট ইউএস ওয়েবসাইট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবারই টেক্সাসে জরুরি অবস্থা জারি করেন; এর ফলে রাজ্যটিতে কেন্দ্রীয় সাহায্য পাঠানোর সুযোগ উন্মুক্ত হয়। 

মেক্সিকোর উত্তরাঞ্চলে সোমবার ভোরের দিকে প্রায় ৪৭ লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন, তবে দুপুরের মধ্যে ২৬ লাখের সংযোগ পুনঃস্থাপিত হয়।