আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প
মীর মোশাররফ হোসেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 09:13 PM BdST Updated: 20 Jan 2021 11:34 PM BdST
-
বুধবার জয়েন্ট বেইজ অন্ড্রুজ থেকে বিদায় নিচ্ছেন ডনাল্ড ট্রাম্প, পাশে মেলানিয়া। ছবি রয়টার্স
-
ওভাল ওফিসে ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
-
গত জুলাই মাসে মাউন্ট রাশমোরে ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
-
২০১৯ সালের জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
-
২০১৭ সালের ২০ জানুয়ারি, ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যেনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন ট্রাম্প। ছবি রয়টার্স
-
২০২০ সালের ৬ জানুয়ারি, ট্রাম্পের আহ্বানে ক্যাপিটলে তার সমর্থকদের হামলার সেই মুহূর্ত। ছবি রয়টার্স
-
২০১৭ সালের ১ জুন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আঙুলে মেপে তিনি দেখাচ্ছিলেন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার কতটা ‘সামান্য’। ছবি রয়টার্স
-
করোনাভাইরাস মহামারীর মধ্যে মাস্ক পরা নিয়ে ঠাট্টা-তামাশাও করেছেন ট্রাম্প। ছবি রয়টার্স
-
২০২০ সালের ৫ নভেম্বর, নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে প্রেস ব্রিফিং করার পর বিদায় নিচ্ছেন ট্রাম্প। ছবি রয়টার্স
-
২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি সফরে মহাত্মা গান্ধী মোমরিয়ালে ট্রাম্প। ছবি রয়টার্স
-
২০১৭ সালের নভেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
-
২০১৮ সালের অগাস্টে মার্কিন সেনাবাহিনীর এক মহড়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
-
২০১৯ সালের অক্টোবরে লুইজিয়ানায় এক প্রচার সমাবেশে ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান নিয়ে তিনি জয় করেছিলেন হোয়াইট হাউজ; তার পর চার বছরে ঘূর্ণিঝড়ের মতো সবকিছু উল্টে-পাল্টে দিয়ে ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় রচনা করে বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার দুপুরে জো বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদের অবসান ঘটেছে। ইতিহাসে তাকে মনে রাখবে দুইবার অভিশংসিত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে।
নির্বাচনে ব্যাপক কারচুপির ‘ভুয়া অভিযোগ’ করে আসা ট্রাম্প উত্তরসূরির অভিষেকে যাননি। ফার্স্ট লেডি মেলানিয়াকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তিনি হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়ে রওনা হন জয়েন্ট বেইজ অন্ড্রুজে, সেখানেই তার বিদায়ের আনুষ্ঠানিকতা হয়।
ভোটে হেরে যাওয়ার ইঙ্গিত পেয়ে কারচুপির অভিযোগ, সমর্থকদের উসকে দিয়ে পার্লামেন্ট ভবনে হামলা, গণতান্ত্রিক চর্চা-ধারাবাহিকতাকে পাশ কাটিয়ে খেয়াল খুশিমতো পদক্ষেপ নেওয়া, মেয়াদ শেষের আগ মুহূর্ত পর্যন্ত নিজের পছন্দ মাফিক বিতর্কিত কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করা, ঘনিষ্ঠদের আইনি ছাড়- এরকম ঘটনা ‘তৃতীয় বিশ্বের’ দেশগুলোতে অপরিচিত কিছু নয়। তবে গত চার বছরে ডনাল্ড ট্রাম্পের হাত ধরে এর সবকিছুই মঞ্চস্থ হয়েছে খোদ যুক্তরাষ্ট্রে।

ওভাল ওফিসে ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
আমেরিকানরা যা নিয়ে গর্ব করে, সেই রাজনৈতিক রীতি-নীতি, শিষ্টাচার আর ঐতিহ্যকে পায়ে দলে অনেক নজিরই সৃষ্টি করেছেন ট্রাম্প। শেষ সময়ে এসে ‘নির্বাচন চুরির’ কথা বলে শক্তি দিয়ে জয় ছিনিয়ে আনতে তিনি সমর্থকদের উস্কে দিয়েছেন। ক্যাপিটলে সাংবিধানিক সরকারের কার্যক্রমে তার ওই হস্তক্ষেপের চেষ্টা পুরো বিশ্বকেই স্তম্ভিত করেছে।
৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় ট্রাম্প সমর্থকরা সেখানে নজিরবিহীন তাণ্ডব চালায়। সংঘর্ষে এক পুলিশসহ ৫ জন নিহত হন।
ক্যাপিটলের ওই ঘটনার পরই দ্বিতীয়বার অভিশংসিত হয়ে ট্রাম্প গড়েন অসম্মানজনক প্রস্থানের নতুন নজির। প্রথমবার ট্রাম্প অভিশংসিত হয়েছিলেন ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে।
এবার ক্যাপিটল হিলে হামলায় ‘উস্কানি’ দেওয়ার অভিযোগে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে ফের অভিশংসিত করে তার নাম তুলে দেয় ইতিহাসের পাতায়।
ইতিহাসবিদরা তার প্রেসিডেন্সি নিয়ে লিখতে গেলে ক্যাপিটলে হাঙ্গামার প্রেক্ষাপটতো আসবেই, সঙ্গে আসবে শার্লটভিলে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের হামলাসহ ডানপন্থি উগ্রবাদীদের সহিংস উত্থানের কথা।
বিভক্তির চোরাবালিতে
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে নজিরবিহীনভাবে পরীক্ষায় ফেলে দিয়ে দেশকে রাজনৈতিকভাবে সবচেয়ে অকার্যকর এবং বিভক্ত একটি দেশে পরিণত করেছেন ট্রাম্প। রিপাবলিকান এ প্রেসিডেন্ট জনগণকে বিভক্তির এমন এক চোরাবালিতে রেখে যাচ্ছেন, যেখান থেকে উঠে দাঁড়াতে বিশ্বের সবচেয়ে প্রভাশালী এ দেশটির বেশ সময় লাগবে বলে বিশ্লেষকদের ধারণা।

গত জুলাই মাসে মাউন্ট রাশমোরে ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
ট্রাম্প রেখে যাচ্ছেন এক নৈরাজ্যবাদী চেতনা আর তা ধারণ করার মত বহু সমর্থক। ফলে ট্রাম্প না থাকলেও ট্রাম্পবাদকে মোকাবেলা করতে হতে পারে বাইডেনকে।
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প গত চার বছরে যেসব নীতি ও সিদ্ধান্ত নিয়েছেন, তা কেবল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটই বদলে দেয়নি, পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলেছে।
দেশের ভেতরে সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ করে আগামী দুই-তিন দশকের জন্য উদারপন্থিদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ রেখে যাচ্ছেন তিনি।
নির্বাহী আদেশের বলে তিনি আরও যেসব পদক্ষেপ নিয়েছেন, নতুন প্রেসিডেন্ট এসে তা বাতিল করতে পারলেও কিছু কিছু পদক্ষেপের প্রভাব আরও বহুদিন থেকে যাবে আমেরিকানদের জীবনে।

২০১৯ সালের জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
ট্রাম্প তার শাসনামলে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি ব্যর্থতার শিকার বানিয়েছেন করোনাভাইরাস মোকাবেলায়। ৩ নভেম্বরের নির্বাচনের আগে তিন-চার মাস রাষ্ট্রীয় কাজে তার মন ছিল না। শেষের দুই মাস তিনি ভোট জালিয়াতির ভুয়া অভিযোগ আর মামলা করে কাটিয়েছেন। ওই সময়েই যুক্তরাষ্ট্রে মহামারী মারাত্মক রূপ নিয়েছে বলে অভিযোগ তার সমালোচকদের।
টিকা দেওয়া শুরু হলেও এখনও দেশটিতে বিপুলসংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন, মৃত্যু এরই মধ্যে ছাড়িয়ে গেছে ৪ লাখ। টিকাদানও গতি পায়নি। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিলেও রাতারাতি পরিস্থিতি বদলে ফেলা সম্ভব বলে অনেকে মনে করছেন না।
ট্রাম্প জামানায় যুক্তরাষ্ট্র বাইরের দুনিয়ার নেতৃত্ব থেকেও বেশ খানিকটা সরে এসেছে। এই সুযোগে প্রভাব-প্রতিপত্তি বেড়েছে রাশিয়া ও চীনের।

২০১৭ সালের ২০ জানুয়ারি, ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যেনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন ট্রাম্প। ছবি রয়টার্স
যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত অনেক দেশকেও ট্রাম্প দূরে ঠেলে দিয়েছেন। ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২ দেশের চুক্তি (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতি টেনেছেন। ইউনেসকো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন। নেটো জোটেরও ভালো সময় কাটেনি তার আমলে।
এভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা-জোট থেকে দূরে সরে গিয়ে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে একা করে ফেলেছেন ট্রাম্প। এখানেই শেষ নয়, ইরান, ফিলিস্তিনি, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, তাইওয়ান, কিউবা, উত্তর কোরিয়াসহ নানাক্ষেত্রে বিতর্কিত কূটনৈতিক প্রেক্ষাপট রেখেই তিনি বিদায় হলেন।
দেড়শ বছরের পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি
ঘড়ির কাঁটা আস্তে ঘুরলে ট্রাম্প হয়ত আরও কিছু সময় ক্ষমতা আঁকড়ে থাকতে পারতেন। কিন্তু না, সময় তার আপন গতিতেই চলেছে।

২০২০ সালের ৬ জানুয়ারি, ট্রাম্পের আহ্বানে ক্যাপিটলে তার সমর্থকদের হামলার সেই মুহূর্ত। ছবি রয়টার্স
নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে হেরে যাওয়া প্রার্থীও তার পাশেই থাকেন সে সময়। কিন্তু এবার নির্বাচন নিয়ে তিক্ততায় সেই রেওয়াজ ভেঙেছেন ট্রাম্প।
অবশ্য এক্ষেত্রে তিনি ইতিহাসে প্রথম নন। এমন কাণ্ড আগেও ঘটেছে। সর্বশেষ ঘটেছিল ১৮৬৯ সালে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের সময়। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেননি তিনি।

২০১৭ সালের ১ জুন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আঙুলে মেপে তিনি দেখাচ্ছিলেন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার কতটা ‘সামান্য’। ছবি রয়টার্স
ভবিষ্যতের জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত
ট্রাম্প আগেভাগেই জানিয়ে দিয়েছেন, তিনি জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন না। এর মানে হচ্ছে, বাইডেনের জয়কে বৈধতা দিতে আগ্রহী নন ট্রাম্প।

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাস্ক পরা নিয়ে ঠাট্টা-তামাশাও করেছেন ট্রাম্প। ছবি রয়টার্স
প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান আমেরিকানদের কাছে কেবল লোক দেখানো একটি অনুষ্ঠান নয়, বরং ক্ষমতা হস্তান্তরের সময় সব ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় দূরত্ব সরিয়ে রেখে দেশ এবং সমাজকে একসুতোয় বাঁধার দিন।

২০২০ সালের ৫ নভেম্বর, নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে প্রেস ব্রিফিং করার পর বিদায় নিচ্ছেন ট্রাম্প। ছবি রয়টার্স
কিন্তু ট্রাম্প সে দিকে না গিয়ে জাতির বিভক্তিকে আরও প্রকট করে তুলে ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছেন এক উদ্বেগজনক দৃষ্টান্ত।
বাজারে কথা আছে, ট্রাম্প আগামীবার ফের নির্বাচনে দাঁড়াতে পারেন। অবশ্য তা নির্ভর করছে সেনেটে তার অভিশংসনের বিচারে কী হয়, তার উপর। দোষী সাব্যস্ত হলে, তার ক্ষমতায় ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি সফরে মহাত্মা গান্ধী মোমরিয়ালে ট্রাম্প। ছবি রয়টার্স
তবে ‘ক্ষেপাটে’ এই রিপাবলিকান কখন কী করে বসবেন, তা নিয়ে আগাম কিছু না বলাই ভালো। কারণ, তিনি ট্রাম্প।
[প্রতিবেদনটি তৈরিতে বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, টাইম ম্যাগাজিন থেকে তথ্য নেওয়া হয়েছে।]
-
ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের
-
মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
-
খাশুগজি হত্যা: সৌদি আরবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সোমবার
-
মিয়ানমারের রক্তাক্ত রোববার
-
অপারেশন করতে করতেই ভিডিও কলে আদালতে হাজির চিকিৎসক!
-
মিয়ানমারে বিক্ষোভে গুলি, ইন্দোনেশিয়ার নিন্দা
-
থাইল্যান্ডে রাজার সেনা ঘাঁটির কাছে বিক্ষোভকারী, পুলিশ সংঘর্ষ
-
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল জনসনের এক ডোজের টিকা
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়