কোভিড: অভিষেকের আগে ৪ লাখ আমেরিকানকে স্মরণ বাইডেনের
>> রয়টার্স
Published: 20 Jan 2021 10:56 AM BdST Updated: 20 Jan 2021 01:52 PM BdST
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগের দিন সন্ধ্যায় জো বাইডেন অংশ নিলেন করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া চার লাখ মার্কিন নাগরিকের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ১১ মাসর মাথায় মঙ্গলবার সেখানে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়।
তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় রাষ্ট্রীয়ভাবে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠান যখন শুরু হল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ ছাড়ার আর কয়েক ঘণ্টা তখন বাকি।
মহামারীর মধ্যে নজিরবিহীন জনস্বাস্থ্য সঙ্কটে জর্জরিত, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত একটি রাষ্ট্রকে তিনি দিয়ে যাচ্ছেন বাইডেনের পরবর্তী প্রশাসনের হাতে।
বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নেতৃত্বে লিংকন মেমোরিয়ালের পাদদেশে এই স্মরণ অনুষ্ঠানই ছিল করোনাভাইরাসে প্রাণ হারানো বিপুল এই জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রথম কোনো অনুষ্ঠান।
রাজধানীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে একইভাবে স্মরণ করা হয় মহামারীতে হারিয়ে যাওয়া সেইসব আমেরিকানদের।
স্মরণ অনুষ্ঠানের সূচনা করে বাইডেন বলেন, “এই ক্ষত শুকাতে হলে আমাদের স্মরণ করতে হবে। বেদনার এই স্মরণ কখনও কখনও খুব কঠিন। কিন্তু এভাবেই আমরা সেরে উঠি। একটি জাতি হিসেবে তাদের স্মরণ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
বাইডেন যখন কথা বলছিলেন, লিংকন মেমোরিয়ালের লেকের ধারে ৪০০ বাতি তখন জ্বলছিল চার লাখ নাগরিকের স্মরণে।
এরপর গসপেল গায়ক ইয়োলান্ডা অ্যাডামস গেয়ে শোনান ‘হালেলুইয়া’। তারপর কিছু সময় নীরবতা।
বাইডেন বক্তৃতা দিতে আসার আগে মিশিগানের একটি হাসপাতালের নার্স লরি মারি কে গেয়ে শোনান ‘অ্যামেইজিং গ্রেস’। আর বাইডেনের বক্তৃতা শেষে চার মাইল দূরে ন্যাশনাল ক্যাথাড্রালের ঘণ্টা বেজে ওঠে ৪০০ বার।
লরি মারি কের গানের আগে কমলা হ্যারিস তার বক্তৃতায় বলেন, “মৃত্যু তাদের শারীরিকভাবে আমাদের থেকে বিচ্ছিন্ন করেছে হয়ত, কিন্তু চেতনায়, আমরা, এই আমেরিকানরা, সবাই এক জায়গাতেই আছি।
“আমার প্রার্থনা এটুকুই, এই সঙ্কট আমরা কাটিয়ে উঠব নতুন শিক্ষা নিয়ে, সেই শিক্ষা হবে ছোট ছোট মুহূর্তগুলোকেও মূল্য দেওয়া, নতুন সম্ভাবনার কথা ভাবতে শেখা, আর আমাদের হৃদয় একে অপরের জন্য আরও একটু উন্মুক্ত করা।”
-
দুর্নীতিতে দণ্ডিত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি
-
আদালতে ভিডিও কনফারেন্সে দেখা মিললো সু চির
-
‘দ্রুত’ সৌদি যুবরাজের শাস্তি চান খাশুগজির বাগদত্তা
-
হৃদযন্ত্রের পরীক্ষা করাতে আরেক হাসপাতালে প্রিন্স ফিলিপ
-
ইসরায়েলে পৌঁছেছেন আমিরাতের প্রথম রাষ্ট্রদূত
-
ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের
-
মিয়ানমারে বিক্ষোভে গুলি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া
-
ভারতীয় কোম্পানির তৈরি টিকা নিলেন মোদী
-
হৃদযন্ত্রের পরীক্ষা করাতে আরেক হাসপাতালে প্রিন্স ফিলিপ
-
দুর্নীতিতে দণ্ডিত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি
-
ইসরায়েলে পৌঁছেছেন আমিরাতের প্রথম রাষ্ট্রদূত
-
ইসরায়েলি জাহাজে বিস্ফোরণের জন্য ইরান দায়ী: নেতানিয়াহু
-
‘দ্রুত’ সৌদি যুবরাজের শাস্তি চান খাশুগজির বাগদত্তা
-
আদালতে ভিডিও কনফারেন্সে দেখা মিললো সু চির
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল