জর্জিয়ার ফল পাল্টাতে সহায়তা করতে গভর্নরকে চাপ ট্রাম্পের
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020 10:54 AM BdST Updated: 06 Dec 2020 11:06 AM BdST
-
জর্জিয়ার ভালডোস্টার সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পকে উপস্থাপন করছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জর্জিয়ায় জো বাইডেনের জয় উল্টে দিতে সাহায্য করার জন্য রাজ্যটির রিপাবলিকান গভর্নরের ওপর চাপ সৃষ্টি করেছেন।
ধারাবাহিক কয়েকটি টুইটে তিনি গভর্নর ব্রায়ান কেম্পকে রাজ্যের আইনসভার বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন।
জর্জিয়ার সেনেট রানঅফ নির্বাচনকে সামনে রেখে সেখানে একটি প্রচার সমাবেশে উপস্থিত হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এসব টুইট করেন বলে বিবিসি জানিয়েছে।
ট্রাম্প এখনও নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আর বাইডেনের জয় ‘প্রতারণার মাধ্যমে এসেছে’ বলে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করে আসছেন।
বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু করেছিলেন তিনি, কিন্তু সেসব প্রচেষ্টার প্রায় সবগুলোতে ব্যর্থ হয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া একটি প্রধান ব্যাটলগ্রাউন্ড রাজ্য ছিল। এখানে সামান্য ব্যবধানে জয় বাইডেনের বিজয়কে সুদৃঢ় করতে সাহায্য করেছে। ১৯৯২ সালের পর প্রথমবারের মতো রাজ্যটি ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে ভোট দেয়।
এখন সবাই যুক্তরাষ্ট্রের সেনেটের নিয়ন্ত্রণ নিয়ে চলা লড়াইয়ের দিকে তাকিয়ে আছে। জানুয়ারিতে জর্জিয়ায় দুটি রানঅফ নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে রিপাবলিকানরা সেনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
ওয়াশিংটন পোস্টের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে ট্রাম্প কেম্পকে ফোন করে ডাক যোগে ভোট দেওয়া ভোটারদের স্বাক্ষর নিরীক্ষা করার দাবি তুলতে বলেন। কিন্তু এ ধরনের কোনো নিরীক্ষা আদেশ দেওয়ার ক্ষমতা না থাকায় কেম্প প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করেন।
এরপরই টুইটারে গভর্নর কেম্পের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন ট্রাম্প।
“আমি সহজেই ও দ্রুত জর্জিয়ায় জয় পেতাম যদি গভর্নর ব্রায়ান কেম্প বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সামান্য একটি স্বাক্ষর নিরীক্ষার অনুমতি দিতেন; কেন এই দুই জন ‘রিপাবলিকান’ না বলছেন?” টুইটে বলেন ট্রাম্প।
এক টুইটে এর জবাব দিয়ে কেম্প জানান, তিনি ‘তিনবার স্বাক্ষর নিরীক্ষার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন’।
পাল্টা টুইটে ট্রাম্প বলেন, “আপনি যা করতে বলছেন আপনার লোকজন তা করতে অস্বীকার করছে। তারা কী লুকাচ্ছে?”
তিনি আরও বলেন, “অন্তত এখনই আইনসভার একটি বিশেষ অধিবেশন আহ্বান করুন। যা আপনি সহজেই, তাৎক্ষণিকভাবেই করতে পারেন।”
পরে জর্জিয়ার ভালডোস্টায় এক সমাবেশে দেওয়া ভাষণে ট্রাম্প আবার কেম্পকে নিয়ে কথা বলেন। প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথম কোনো সমাবেশে যোগ দেওয়া ট্রাম্প বলেন, “গভর্নরকে অনেক কঠোর হতে হয়।”
সমাবেশে উপস্থিত উৎফুল্ল জনতাকে ট্রাম্প বলেন, তিনি এখনও নির্বাচনে জিততে পারেন। ফের নিজের অপ্রমাণিত অভিযোগ তুলে বলেন, “তারা আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও প্রতারণা করেছে কিন্তু আমরা এখনও এটি জিততে পারি।”
এ সময় উপস্থিত জনতা, যাদের অনেকেই ‘মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন’ পোস্টার দোলাচ্ছিল, ‘চুরি থামাও’ ও ‘আরও চার বছর’ বলে শ্লোগান দেয়।
-
শ্রীলঙ্কা: জরুরি সেবা ছাড়া সর্বত্র জ্বালানি সরবরাহ বন্ধ
-
যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
-
ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
-
টেক্সাসে ৪৬ লাশ: তাপদহের মধ্যেও ট্রাকটিতে কোনো পানি ছিল না
-
জর্ডানে ক্লোরিন গ্যাস ছড়িয়ে ১২ জনের মৃত্যু, অসুস্থ ২৫১
-
ইলেকট্রিক মোটরসাইকেলের জোয়ার এশিয়াজুড়ে
-
চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের পাল্টা প্রকল্প আনছে জি-৭
-
ইউক্রেইনের ব্যস্ত শপিং সেন্টারে রুশ হামলা
-
শ্রীলঙ্কা: জরুরি সেবা ছাড়া সর্বত্র জ্বালানি সরবরাহ বন্ধ
-
ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
-
জর্ডানে ক্লোরিন গ্যাস ছড়িয়ে ১২ জনের মৃত্যু, অসুস্থ ২৫১
-
টেক্সাসে ৪৬ লাশ: তাপদহের মধ্যেও ট্রাকটিতে কোনো পানি ছিল না
-
যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
-
ইলেকট্রিক মোটরসাইকেলের জোয়ার এশিয়াজুড়ে
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ