যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের আলাবামায় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 05:58 AM
Updated : 24 Oct 2020, 05:58 AM

নিহতরা দুজনই বিধ্বস্ত বিমানটির চালক ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেইল।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে আলাবামার ফোলি শহরের কাছে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর একটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে যাওয়া দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন ফোলির ফায়ার চিফ জোয়ি ডারবি।

এ ঘটনায় আবাসিক এলাকার কোনো বাসিন্দার হতাহতের খবর পাওয়া যায়নি, জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

“বেসামরিক কেউ হতাহত হয়েছে বলে শুনিনি আমরা। বিমানটি কীভাবে বিধ্বস্ত হল তার তদন্ত চলছে। নৌবাহিনী স্থানীয় কর্তৃপক্ষের কাজে সহযোগিতা করছে,” বলেছে তারা।

দুই আসনবিশিষ্ট ওই প্রশিক্ষণ বিমানটি ফ্লোরিডা থেকে উড্ডয়ন করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী বিমান বিধ্বস্তের ঘটনাটির তদন্ত করছে।